শ্রীলঙ্কায় বিক্ষোভের নেতৃত্বে থাকা ধানিজ আলি গ্রেপ্তার

 শ্রীলঙ্কায় বিক্ষোভের নেতৃত্বে থাকা ধানিজ আলি গ্রেপ্তার
এই খবর শেয়ার করুন (Share this news)

আর্থিক দুর্দশার জন্য দায়ী সরকারের বিরুদ্ধে শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে চলা বিক্ষোভের নেতৃত্বে থাকা ব্যক্তিদের একজন ধানিজ আলিকে গ্রেপ্তার করা হয়েছে । ডেইলি মিরর জানিয়েছে , বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইগামী একটি ফ্লাইট থেকে ধানিজ আলিকে গ্রেপ্তার করা হয় । পুলিশ বলেছে , ধানীজ দেশত্যাগের চেষ্টা করলে মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি ) । গ্রেপ্তার ধানিজ আলির বিরুদ্ধে ১৩ জুলাই শ্রীলঙ্কার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রুপাভিহিনি কর্পোরেশনে ঢুকে সম্প্রচার বন্ধের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের গণমাধ্যম শাখার পক্ষ থেকে জানানো হয়েছে , কলম্বোয় গলে ফেসে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ধানিজের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল । বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ধানিজকে গ্রেপ্তারের ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । তাতে দেখা যাচ্ছে , বিমানে বসে থাকা ধানিজ আলিকে গ্রেপ্তারের চেষ্টা করছেন সিআইডি কর্মকর্তারা । এ সময় বিমানে থাকা অন্য যাত্রীরা ধানিজ আলিকে গ্রেপ্তারের প্রতিবাদ করছিলেন ।

mqdefault
Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.