বাইক দুর্ঘটনায় আহত যুবক

 বাইক দুর্ঘটনায় আহত যুবক
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ বাইক দুর্ঘটনায় গুরতর আহত এক যুবক। বৃহস্পতিবার দুপুরে অমরপুর- নতুনবাজার সড়কের চেলাগাং মুখ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে । অমরপুর সুকান্ত কলোনির বাসিন্দা দেবব্রত দাস টিআর- ০৩-জে- ৬৫৪৬ নাম্বারের হোন্ডা বাইক নিয়ে নতুনবাজার যাওয়ার পথে চেলাগাংমুখ এলাকায় সড়কের বাকের মুখে নিয়ন্ত্রণ হাড়িয়ে দুর্ঘটনায় পরে। সংজ্ঞাহীন অবস্থায় রাস্তার উপরেই পরে থাকে।

ওই সময় যতনবাড়ি থেকে দলীয় কাজ সেড়ে বিজেপি দলের গোমতী জেলার সাধারন সম্পাদক প্রশান্ত পোদ্দার নিজের অমরপুরের বাড়িতে ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পরা যুবককে রাস্তায় পরে থাকতে দেখে যতনবাড়িস্হিত দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা দুর্ঘটনাস্হলে পৌছালে দমকল কর্মীদের সাথে প্রশান্ত পোদ্দার নিজেও দুর্ঘটনা আহত যুবককে দমকলের গাড়িতে তুলে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। পরে খবর পেয়ে আহত যুবকের নিকট আত্মিয়রা অমরপুর মহকুমা হাসপাতালে পৌছায়। কিন্তু বাইক দুর্ঘটনার আহত যুবকের অবস্হা গুরত্বর হওয়ায় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক যুবককে প্রাথমিক চিকিৎসার পর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.