ধর্ষণকান্ডে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে অবরোধ!!

 ধর্ষণকান্ডে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে অবরোধ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। গত ২৮শে জুলাই উত্তর জেলার যুবরাজনগর গ্রামপঞ্চায়েত এলাকায় ৮ বছরের এক নাবালিকা শিশু কন্যাকে নিজ বাড়ি থেকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এলাকারই রোশন উদ্দিন(২২) নামে এক যুবক। এমনটাই অভিযোগ নির্যাতিত নাবালিকার পরিবারের।এই ন্যক্কার জনক ঘটনার পর ধর্মনগর মহিলা থানায় অভিযুক্ত রোশন উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতা শিশু কন্যার মা।

৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত রোশন উদ্দিনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।তারই প্রতিবাদে শনিবার সড়ক অবরোধ করে স্হানীয় গ্রামবাসীরা। তাদের বক্তব্য ৮ বছরের নাবালিকাকে ধর্ষণের ৭২ ঘন্টা কেটে গেলেও ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ। এমনকি পুলিশ প্রশাসনের তরফে ধর্ষিতার পরিবারকে কোন সহযোগিতা পর্যন্ত করা হচ্ছে না। অভিযুক্তকে অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে শনিবার গ্রামবাসীরা টায়ার পুড়িয়ে যুবরাজনগর মঙ্গলখালির মুল সড়কটি দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখেন।

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগ্রে দিয়ে প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত হয়।গ্রামের মানুষের অভিযোগ, এর আগেও এই গ্রামে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেই সময়ও গ্রামের মাতবররা ঘটনাগুলিকে ধামাচাপা দিয়েছেন। বর্তমানে এই ঘটনায়ও নির্যাতিতার পরিবারকে অর্থের বিনিময়ে ঘটনাটি সমাধানের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। যা তারা কোন মতেই মেনে নিতে পারছেন না। তাদের দাবী এই ন্যক্কার জনক ঘটনায় অভিযুক্তকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.