দুই দিনের ত্রিপুরা সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।। দুইদিনের ত্রিপুরা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামী ২৭ এবং ২৮ আগস্ট তিনি ত্রিপুরায় আসছেন বলে প্রদেশ বিজেপি সূত্রে খবর। যদিও এখনো তাঁর সফরসূচী চূড়ান্ত হয়নি। কিন্তু, প্রদেশ বিজেপি তাঁর সফরের প্রস্তুতি শুরু করেছে।
প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মণ জানান, দেশের প্রত্যেক রাজ্যেই সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা সফর করছেন। তিনি সর্ব ভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পর দুইবার ত্রিপুরা সফরের সূচী নির্ধারিত হয়েছিল। কিন্তু একবার তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এবং আরেকবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তাঁর ত্রিপুরা সফর বাতিল হয়েছিল। এখন আগামী ২৭ ও ২৮ আগস্ট ত্রিপুরা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে।কিশোর বর্মন জানান, সাংগঠনিক কর্মসূচীর অন্তর্গত বিজেপি সর্ব ভারতীয় সভাপতি দুই দিনের ত্রিপুরা সফরে আসবেন। ওই সময়ে তিনি দলের সমস্ত নেতাদের সাথে সাংগঠনিক বৈঠক করবেন। তবে এখনও সফর সূচী চূড়ান্ত না হওয়ায় নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।