ডরান্ডের ফাইনালে মাঠে থাকতে পারেন রাষ্ট্রপতি

 ডরান্ডের ফাইনালে মাঠে থাকতে পারেন রাষ্ট্রপতি
এই খবর শেয়ার করুন (Share this news)

এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট ডুরাণ্ড কাপের এবার ১৩১ তম সংস্করণ । আগামী ১৬ আগষ্ট থেকে শুরু হতে চলেছে ডুরাণ্ড কাপ । চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত । স্বাধীনতার ৭৫ বছর পালিত হচ্ছে সারা দেশজুড়ে । স্বাধীনতার অমৃত মহোৎসবকে মাথায় রেখে এবারের ডুরাও কাপ ছড়িয়ে দেওয়া হয়েছে দেশের তিন প্রান্তে । এবারের ডুরাণ্ডের ম্যাচ হবে তিনটি ভেন্যুতে । সব থেকে বেশি ম্যাচ অর্থাৎ ৪৭ টি ম্যাচের মধ্যে কোয়ার্টার ফাইনাল , সেমিফাইনাল ফাইনাল সহ ২৭ টি ম্যাচ হবে যুবভারতীতে । বাকি ২০ টি ম্যাচ হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম এবং ইম্ফলে কুমান লাম্পাক মেন স্টেডিয়ামে । গত বারের মতো এবারেও ডুরাণ্ডের কাপের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সমাপ্তিতে থাকছে চমক । আয়োজকদের তরফে দেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছে । এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ লাখ টাকা , রানার্স দল পাবে ৪০ লাখ টাকা । স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে জাতীয় সঙ্গীত দিয়ে প্রতিটি ম্যাচ শুরু করার ভাবনায় রয়েছে ডুরাণ্ড কমিটির । এছাড়াও কলকাতার তিন প্রধান আর যুবভারতীর কাউন্টার থেকে মিলবে অফলাইন টিকিট । ম্যাচের আগের দিন পাওয়া যাবে সেই টিকিট । তবে বড় ম্যাচের টিকিট পাওয়া যাবে ২২ তারিখ থেকে । অর্থাৎ ইস্টবেঙ্গল- মোহনবাগান হাইভোল্টেজ ডার্বি দেখার জন্য যে সমর্থকরা অনলাইনে টিকিট কাটতে পারেননি , তাদের কাছে আরও একটা সুযোগ রয়েছে ডার্বির টিকিট কাটার । পুলিশের অনুমতি মিললে হাউসফুল যুবভারতীতেই হবে বড় ম্যাচ । শুক্রবার ডুরাণ্ড কাপের সাংবাদিক সম্মেলনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ রায় বলেন , অনেকদিন পর মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের উন্মাদনা দেখা যাচ্ছে । ২০২০ সালেও কলকাতায় ডুরাণ্ড কাপ করেছিলাম । সেবারও সফল হয়েছিল । এবারও হবে । রাজ্য সরকার প্রস্তুত আছে এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যাপারে । কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.