খোয়াইতে জাতীয় পতাকা বিক্রি নিয়ে কালোবাজারি!
দৈনিক সংবাদ অনলাইন, খোয়াই।। দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা ভারতবাসী মেতে উঠেছে আজাদী কা অমৃত মহোৎসবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়ন করতে সাধারণ মানুষ যখন জাতীয় পতাকা ক্রয় করতে বাজারে যাচ্ছেন, ঠিক তখনই দেখা যাচ্ছে জাতীয় পতাকা বিক্রি নিয়ে ব্যাপক কালোবাজারি হচ্ছে।
১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত তিন দিন জাতীয় পতাকা প্রত্যেকের বাড়িতে ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে উত্তোলনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু একশ্রেণীর ব্যবসায়ী সেই জাতীয় পতাকা বিক্রির ক্ষেত্রেও ব্যাপক কালোবাজারি করছে। যার ফলে সাধারণ মানুষ একটি জাতীয় পতাকা ক্রয় করতে গিয়েও চড়া মূল্যের কারণে ক্রয় করতে পারছেন না। সরকারিভাবে এই জাতীয় পতাকা বিক্রির কোন সঠিক মূল্য নির্ধারণ করা না থাকায়, ব্যবসায়ীরা একটি জাতীয় পতাকা বিক্রি করছেন তিন চার গুন বেশী দামে। খোদ সুভাষ পার্ক বাজারে প্রকাশ্যে কুড়ি টাকার পতাকা ষাট টাকা দরে বিক্রি করছেন। পাঁচশ টাকার বড় জাতীয় পতাকা বিক্রি হচ্ছে দেড় হাজার টাকায়। খোয়াই জুড়ে জাতীয় পতাকা বিক্রি নিয়ে ব্যাপক কালোবাজারির অভিযোগ পেয়ে শনিবার দুপুরে মাঠে নামে খোয়াই মহকুমা প্রশাসন। প্রশাসন মাঠে নামতেই কালোবাজারি ব্যবসায়ীরা সমস্ত জাতীয় পতাকা গুটিয়ে রেখে দেন। প্রচার শুরু করে জাতীয় পতাকা নাকি বিক্রি হয়ে গেছে সব। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।