পাহাড়ে শুরু হয়েছে দলত্যাগ!
দৈনিক সংবাদ অনলাইন, গন্ডাছড়া।। ভিলেজ কমিটির নির্বাচন এগিয়ে আসছে। আর নির্বাচন এগিয়ে আসতেই পাহাড়ে দল ত্যাগের হিড়িক পড়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও দল ভাঙছে, অন্যদিকে যুক্ত হচ্ছে। ১৪ আগষ্ট রবিবার রাইমাভ্যালি বিধান সভা কেন্দ্রের অন্তর্গত রইস্যাবাড়ি এলাকায় আইপিএফটি, সিপিআইএম, তিপ্রা মথা দল ছেড়ে শাসক দলে সামিল হয় ৮৩ পরিবারের ৩১৬ ভোটার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন পাতাল কন্যা জমাতিয়া এবং গন্ডাছড়া বিজেপি মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা।