কিছু না করে মাসে লক্ষাধিক টাকা আয় জাপানি যুবকের!

 কিছু না করে মাসে লক্ষাধিক টাকা আয় জাপানি যুবকের!
এই খবর শেয়ার করুন (Share this news)

সবাই কাজ করে তার বিনিময়ে মাস মাইনে পান । একটা কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ান আমাদের দেশের অগণিত যুবক – যুবতী । সেখানে জাপানে উলটপূরাণ ! কাজ করেন না , কার্যত শুয়ে – বসে থাকেন এবং সেই কারণেই মাস মাইনে পান এই জাপানি যুবক । একেবারে কিছু না করেই টাকা উপার্জন করা ? শুনতে ‘ ইউটোপিয়ান ফ্যান্টাসি ‘ , আরও স্পষ্ট করে বললে অলীক কল্পনার মতো মনে হলেও এটাই বাস্তব । জাপানের একজন ব্যক্তি ঠিক এই ভাবেই মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন । আটত্রিশ বছর বয়সি এই যুবকের নাম শোজি মরিমোতো ( সঙ্গের ছবি ) । ‘ কিছু না করার জন্য নিজেকে ভাড়া দিয়ে লক্ষাধিক টাকা উপার্জন করছেন তিনি । বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মরিমোতো বলেন , ‘ আমি নিজেকে কিছু না করার জন্য ভাড়া দিই । অর্থাৎ , আমি কোনও কাজ করি না । আমি বিশেষ আলাপচারিতাতেও অংশ নিই না । টক শো করি না । ইন্টারনেটে জ্ঞানদায়ী বক্তৃতাও দিই না । আমি শুধু একা মানুষদের সঙ্গ দিই এবং চিটচ্যাটের উত্তর দিই , ব্যস … কাজ বলতে এই সামান্যই । কিছু নিঃসঙ্গ মানুষকে চিটচ্যাটে সামান্য সময় দেওয়ার জন্য প্রতি সিটিংয়ে আমি যা অর্থ উপার্জন করি , উন্নয়নশীল দেশে হয়তো একজন যুবক সারা মাস পরিশ্রম করেও সেই আয় করতে পারেন না । ‘ মরিমোতোর কয়েক হাজার ক্লায়েন্ট রয়েছে যারা শুধুমাত্র নিজেদের নিঃসঙ্গতা কাটানোর জন্য তাকে ভাড়া করে । মরিমোতো শুরুটা করেছিলেন ২০১৮ সালে । প্রথমে একটা টুইটার অ্যাকাউন্ট খোলেন তিনি। সেখানে ঘোষণা করেন , কথা বলে নিঃসঙ্গ মানুষকে সাহায্য করতে চান তিনি । ওই এক ঘোষণাতেই হু হু করে টুইটারে তার ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে । এখন টুইটারে তার অনুগামীর সংখ্যা আড়াই লাখ । তিনি কিছু একটা টুইট করলেই নিমেষে তা ভাইরাল হয় । বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে । ওই সাক্ষাৎকারে মরিমোতো বলেছেন , ‘ আমি ‘ ভাড়া নানমো শিনাই হিতো ‘ ( কিছু না – করা একজন মানুষ ) । আমি কথোপকথন শুরু করি না , যদি না তারা ( তার ক্লায়েন্টরা ) আগে থেকে কিছু বলে । ‘ তিনি জানান , জীবনে ‘ কিছুই করবেন না ‘ বলে অনেক দিন আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন । সেই মতো পরিবার , বন্ধু – বান্ধবদের সঙ্গে আলোচনা করেন । মরিমোতোর কথায় , কিছু করব না , এই ব্যাপারটাকে আমি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাই । ‘ তবে মরিমোতো মোটেও ক্লায়েন্টদের চাহিদা মতো ‘ সব কাজ ’ করেন না ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.