আমেরিকার বাজারে এল ফ্লাইং কার!!
প্রতীক্ষার অবসান । ফ্লাইং কার অর্থাৎ উড়ন্ত গাড়ি আমেরিকার বাজারে কার্যত চলে এল । কারণ , মঙ্গলবার থেকে অনলাইনে শুরু হয়েছে আগাম বুকিং । গত মাসের শেষ সপ্তাহেই মার্কিন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র পেয়ে গেছিল বিশ্বের প্রথম ফ্লাইং কার । এই গাড়ির ব্র্যান্ড নাম ‘ সুইচব্লেড ‘ । তিন চাকার যান হিসাবে মার্কিন পরিবহণ দপ্তরে এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে । ডানা গুটিয়ে রাখলে তিন চাকার গাড়ির মতো রাস্তায় ছুটবে , আবার ডানা খুলে দিলে বিমানের মতো আকাশে উড়বে । মাটি থেকে সর্বোচ্চ ১৬০০০ ফুট উপরে উড়তে পারবে সুইচব্লেড । এটি প্রিমিয়াম পেট্রোলে চলবে এবং সর্বোচ্চ ২০০ মাইল প্রতি ঘণ্টায় আকাশে উড়বে । এতদিন যা সীমাবদ্ধ ছিল গল্পের আকারে , সোশ্যাল মিডিয়া , সিনেমার পর্দা অথবা কার্টুন স্ট্রিপে , এবার তা বাস্তব । ফ্লাইং কার এখন কার কল্পনার স্তরে নেই । বাজারে বুকিং শুরু হয়ে গেছে । ফ্লাইং কার মানে সহজভাবে এমন একটি যান , যা আপনি রাস্তায় চালাতে পারেন , আবার সেটা নিয়ে আকাশেও উড়তে পারেন । সুইচব্লেড – ই হল প্রথম উড়ন্ত গাড়ি , যে গাড়িতে সাধারণ মানুষ চড়তে পারবেন । উৎপাদক সংস্থা সূত্রে জানানো হয়েছে , ইতিমধ্যে প্রায় ২ হাজার ক্রেতা সুইচব্লেড বুক করেছেন । গাড়িটি তৈরি করেছে স্যামসন স্কাই নামে মার্কিন সংস্থা। তারা বলছে , আদতে এটি স্পোর্টস কার । গত ৩১ জুলাই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ( এফএএ ) -এর নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুইচব্লেড । এখন এটি বাজারে লঞ্চের জন্য প্রস্তুত । ওরেগন – ভিত্তিক কোম্পানি স্যামসন স্কাইয়ের নির্মাতারা দাবি করেছেন , এই উদ্ভাবনী গাড়িটি তৈরি করতে ১৪ বছর লেগেছে । মজার বিষয় হল , সুইচব্লেড সহজেই একটি আবাসিক গ্যারেজের ভিতরে পার্ক করা যেতে পারে এবং এটি রাস্তার ধারে গাড়ি চালানো এবং উড়ে যাওয়ার জন্য উপযুক্ত । স্যামসন স্কাই নিজেরাই বলেছে সুইচব্লেড এফএএ থেকে ছাড়পত্র পাওয়া প্রথম উড়ন্ত গাড়ি নয় । এর আগে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে টেরাফুজিয়া ট্রান্সিশন প্রথম উড়ন্ত গাড়ি যা এফএএ থেকে ছাড়পত্র পেয়েছিল । কিন্তু কোনও কারণে এখনও তারা সেটি বাজারে নিয়ে আসার ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানায়নি ।