ছিনতাই কান্ডে আটক অভিযুক্ত!!
দৈনিক সংবাদ অনলাইনঃ গত ১৭ মে বিশালগড় জাঙ্গালিয়াস্থিত মহাদেব বাড়ি সংলগ্ন সড়কে ছিনতাইকান্ড সংঘটিত হয়েছিল।গোবিন্দ দাস নামে এক ব্যবসায়ী ঐদিন মেলা থেকে বাড়ি যাওয়ার পথে ছিনতাইবাজের খপ্পরে পড়েন। তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় শিপন মিয়া ও দেবাশীষ দেবনাথ নামে দুই ছিনতাইকারী ।এই ছিন্তাই কান্ডে অভিযুক্ত দেবাশীষ সাহা আগেই গ্রেপ্তার হয়েছে। অপর অভিযুক্ত শিপন মিয়াকে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও জালে তোলা সম্ভব হচ্ছিল না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যেতে সক্ষম হত। কিন্তু শুক্রবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস এবং এসআই সঞ্জয় মজুমদারের যৌথ প্রচেষ্টায় বিশালগড় এলাকা থেকে শিপন মিয়াকে জালে তুলতে সক্ষম হয়।