জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনীয়া।। শনিবার সকালে গভীর জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল বিলোনিয়া থানার অধীন কাসারি এডিসি ভিলেজের রিয়াং পাড়া এলাকায়। এদিন সকালে বিলোনিয়া থানার পুলিশের কাছে খবর আসে রিয়াং পাড়ায় গভীর জঙ্গলে মানুষের কঙ্কাল দেখা গেছে। এই খবর পেয়ে বিলোনিয়া থানা থেকে সেকেন্ড অফিসার সঞ্জয় দেববর্মা নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বড়পাথরি তুলামুড়া প্রধান রাস্তা থেকে যশমুরা হয়ে ফাড়ি পথ গভীর জঙ্গলে চলে গেছে । প্রধান রাস্তা থেকে দেড় কিলোমিটার ভেতরে রাবার বাগান এলাকায় গভীর জঙ্গলে কঙ্কাল উদ্ধার হয়। পুলিশ পৌঁছে দেখতে পায় পচা গলা এক যুবকের মৃতদেহ। বয়স আনুমানিক ৩০ উর্ধ্ব। শরীরে কোন বস্ত্র নেই। পাশেই রয়েছে একটি জিন্সের প্যান্ট। একটি ট্রাকসুট। একটি হাফপ্যান্ট। পাওয়া গেছে বিস্কুটের প্যাকেট। উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ। খবরপাঠানো হয়েছে ডগ স্কোয়াড সহ ফরেনসিক টিমের কাছে। কিভাবে এত গভীর জঙ্গলে এই কঙ্কাল উদ্ধার হল এ নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটা কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা?
নাকি অন্য কোথাও হত্যা করে এখানে এনে গভীর জঙ্গলে ফেলে দেয়া হয়েছে? এই নিয়ে পুলিশও ধন্ধে রয়েছে। তবে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে, কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল ও আতঙ্ক দেখা দিয়েছে। রিয়াং পাড়ার বিলাত রিয়াংয়ের রাবার বাগান থেকে এই কঙ্কাল উদ্ধার হয়। জানাগেছে, দুদিন আগে রাবার বাগানে চারা লাগাতে এসে জনৈক উত্তম রিয়াং প্রথমে কঙ্কাল দেখতে পায় । সে আতঙ্কিত হয়ে দৌড়ে বাড়িতে চলে যায়। সারারাত সে ঘুমোতে পারিনি। পরে এলাকায় নিজের পরিচিতদের মধ্যে ঘটনা জানানোর পর বিলোনিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করে। ময়নাতদন্তের পর স্পষ্ট হবে হত্যা নাকি আত্মহত্যা।