ডিগ্রি কলেজে ত্রুটিপূর্ণ ভর্তি প্রক্রিয়া, বিপাকে ছাত্র-ছাত্রীরা
এ বছরও সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির নামে হয়রানি অব্যাহত রয়েছে । ফলে রাজ্যের ২২ টি সাধারণ ডিগ্রি কলেজে প্রথমবর্ষে ভর্তির প্রত্যাশী হাজার হাজার ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে । তাই এই শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দপ্তর । অভিযোগ , চার বছর ধরে ত্রুটিপূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার জন্যই নাজেহাল ছাত্রছাত্রী আর এই কারণেই একমাসের ভর্তি প্রক্রিয়া তিন মাসেও শেষ হচ্ছে না । ফলে যথাসময়ে ডিগ্রি কলেজে পঠনপাঠন শুরু হচ্ছে না । এমনকী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সেমেস্টার পদ্ধতির নীতিমালা ও লঙ্ঘন হচ্ছে । যার প্রভাবে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যাণ্ড এক্রিডিটেশন কাউন্সিলের ( ন্যাক ) পরিসংখ্যানেও সাধারণ ডিগ্রি কলেজগুলির মান নিম্নমুখী । কারণ সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রত্যেক শিক্ষাবর্ষে কলেজগুলিতে ১৮০ দিন ক্লাস হচ্ছে না । এর মূলে রয়েছে এই ত্রুটিপূর্ণ ভর্তি প্রক্রিয়া । কিন্তু এরপরও সরকার ও দপ্তরের কোনও হেলদোল নেই । শুধু তাই নয় । যথাসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থতার জন্যে রাজধানীস্থিত চারটি কলেজেই বছরে ন্যূনতম ৯০ ( নব্বই ) দিন শ্রেণী কক্ষে ক্লাস হচ্ছে না । তবে অতিসহজেই অনুমেয় রাজ্যের বিভিন্ন জেলা মহকুমার কলেজগুলির কী করুণ অবস্থা । এদিকে , উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যায় , বর্তমান শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি মেধা তালিকা ১৮ আগষ্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রকাশিত হওয়ার কথা ছিল । এমনকী একইদিনে অপেক্ষমাণ তালিকাও প্রকাশের ঘোষণা ছিল । কিন্তু ওইদিন তা প্রকাশিত হয়নি । যদিও এরপর শুক্রবার কলেজগুলিতে মেধাতালিকা প্রকাশিত হয়েছে । কিন্তু প্রকাশিত মেধা তালিকা নিয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ এই মেধাতালিকা , ভুলে ভরা , ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ । কারণ পরীক্ষায় ভালো ফলাফলের পরও মেধা তালিকায় নাম নেই । অথচ দেখা গেছে যেসব ছাত্রছাত্রী দ্বাদশের পঞ্চাশ শতাংশ নম্বর রয়েছে । তাদের আবার মেধা তালিকায় নাম আছে । আরও অবাক করার বিষয় হল , আবেদনকারী ছাত্রছাত্রীদের তরফে নির্বাচিত করা কলেজে পড়ুয়াদের স্থান হল না । উল্টো ছাত্রছাত্রীদের এবছরও তার বাড়ির সামনে থাকা কলেজের মেধা তালিকায় নাম নেই । উল্টো বিভিন্ন জেলা , মহকুমায় ছাত্রছাত্রীদের ভর্তির জন্যে নির্বাচিত করা হয়েছে । ফলে এবছর পড়ুয়াদের এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে নিজস্ব অর্থ ব্যয় করে পঠনপাঠন করতে হবে । এমনকী প্রথমে মেধাতালিকা অনুযায়ী অনার্স কোর্সে নির্বাচিত তালিকাও নানা প্রশ্নের মুখে । অন্যদিকে , এসএমএস পদ্ধতিও মুখ থুবড়ে পড়েছে । ফলে বহু ছাত্রছাত্রীর কাছে প্রকাশিত মেধাতালিকা ও অপেক্ষামাণ মেধা তালিকার কোনও খোঁজ নেই । ফলে গ্রাম পাহাড়ে ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে । যদিও এখন দপ্তর তরফে কলেজ কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে । যাতে ভুল ত্রুটি , সমস্যার সমাধান করে ছাত্রছাত্রীদের সাহায্য করা হয় । তবে কেন অনলাইন ভর্তি প্রক্রিয়া ! এখন এই প্রকাশিত মেধাতালিকা মোতাবেক ১৯ থেকে ২১ আগষ্ট কলেজগুলিতে ছাত্রছাত্রীদের বাছাই করা হবে । মেধা তালিকা অনুযায়ী প্রথম পর্যায়ে অনলাইনে ভর্তি ২৮ আগষ্ট থেকে শুরু হবে । চলবে ২৮ আগষ্ট বিকেল পাঁচটা পর্যন্ত । এরপর ১৭ সেপ্টেম্বর কলেজভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হবে । আর সবকিছু ঠিক থাকলে ১৯ সেপ্টেম্বর থেকে এই শিক্ষাবর্ষে পঠনপাঠন শুরু হবে ।