নাড্ডার সভা বানচালের উসকানি!!!
নাড্ডার সভায় হাজির হয়ে গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে শ্লোগান তুলতে দলীয় কর্মীদের উসকে দিলেন প্রদ্যুত কিশোর। মঙ্গলবার ছামনুতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুত দলীয় কর্মীদের জেপি নাড্ডার সভায় যাওয়ার জন্য বলেন।
সভায় যাওয়ার সময় তারা যেন প্লে কার্ড নিয়ে যায়। নাড্ডা যখন বক্তব্য শুরু করবেন তখন যেন শ্লোগান তোলা হয় ” We want greater tripra land”। প্রদ্যুতের এই উস্কানিমূলক বক্তব্য ঘিরে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। এতে করে শান্তি বিঘ্নিত হওয়ার আশংকা তৈরি হয়েছে।