ফের শহরে দুঃসাহসিক ডাকাতি!!!
ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘঠিত করার ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীতে ফের ডাকাতি!এবার ঘটনাস্হল বলদাখাল এলাকা। স্হানীয় বাসিন্দা ঠিকেদার লিটন ঘোষের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়। অস্ত্রের মুখে লিটন ঘোষের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার,নগদ ৭০ হাজার টাকা, দুইটি মোবাইল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় ডাকাতের দল।
এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয় বাসিন্দাদের বক্তব্য, এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি। স্বাভাবিক ভাবেই জন নিরাপত্তা ও পুলিশি ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। একের পর এক চুরি এবং ডাকাতি সংগঠিত হচ্ছে। অথচ সংশ্লিষ্ট মহলের কোনও হেল দোল নেই। জনমনেও এই নিয়ে ব্যপক ক্ষোভ তৈরি হয়েছে।