প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
খোয়াই কারাগারে দশ কয়েদির রক্তে এইচআইভি!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, খোয়াই।। খোয়াই সাব জেলে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত ১১০ জন কয়েদির মধ্যে ১০ জনের শরীরে পাওয়া গেছে এইচ আই ভি সংক্রমণ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা স্বাস্থ্য দপ্তর এবং সাব্ জেল কর্তৃপক্ষ ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে। গত দুদিন আগে খোয়াই সাব্ জেলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জেলের ১১০ জন কয়েদির শরীরের বিভিন্ন ধরনের রুটিন মাফিক পরীক্ষা-নিরীক্ষা করে। এই রুটিন মাফিক পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে মোট ১১০ জন কয়েদির মধ্যে ১০ জনের শরীরে পাওয়া গেছে এইচ আই ভি সংক্রমণ। তাছাড়া আরও ১০ জনের রক্ত পাওয়া গেছে হেপাটাইটিস- বি এবং তিনজনের শরীরে পাওয়া গেছে হেপাটাইটিস- সি সংক্রৃন। হঠাৎ করে খোয়াই সাব্ জেলে এত সংখ্যক কয়েদির শরীরে এইডস রোগ ছড়িয়ে পড়া নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়ে সাব্ জেল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানিয়েছেন, সম্প্রীতি যেভাবে সিরিঞ্জ ব্যবহার করে শরীরে ড্রাগস নেওয়া হচ্ছে, তাতেই এই সংক্রমণ বাড়ছে। কারণ একটি সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করছে। গত এক-দেড় বছরে খোয়াই সাব্ জেলে সবচেয়ে বেশি অপরাধী এসেছে ড্রাগসের ঘটনায়। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে।