মাঝ আকাশে ককপিটে মারামারি, বরখাস্ত ২ পাইলট!

 মাঝ আকাশে ককপিটে মারামারি, বরখাস্ত ২ পাইলট!
এই খবর শেয়ার করুন (Share this news)

মাঝ আকাশে বিমানের ককপিটে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন এয়ার ফ্রান্সের দুই পাইলট । যদিও তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ঝুঁকিতে পড়েননি ওই বিমানের যাত্রীরা । তবে দায়িত্ব পালনকালে মারামারিতে জড়িয়ে পড়ায় ওই দুই পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ফ্রান্স । ঘটনাটি গত জুনের । এয়ার ফ্রান্সের বিমানটি সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছিল । বিমানটি ওড়ার কিছু সময় পর তার পাইলট ও কো – পাইলটের বচসা শুরু হয় । একপর্যায়ে তা মারামারিতে গড়ায় । একে অপরের কলার চেপে ধরেন , ঘুষি মারেন । কেবিন ক্রুরা ককপিটে এসে তাদের মধ্য ঝগড়া থামানোর চেষ্টা করেন । পরে অবশ্য বিমানটি নিরাপদে গন্তব্যে পৌঁছায় । এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে । ককপিটে মারামারির ঘটনার তদন্ত শুরু করে ফ্রান্সের আকাশ পরিষেবা সংক্রান্ত তদন্তকারী প্রতিষ্ঠান বিইএ । গত বুধবার যে রিপোর্ট বিইএ’র তদন্তকারীরা জমা দিয়েছেন তাতে বলা হয়েছে , ওই বিমানের পাইলট ও কো – পাইলট নিরাপত্তা সংক্রান্ত বিধি মানেন নি । এমন আচরণ গ্রহণযোগ্য নয় । এই গাফিলতির জন্য তাদের বরখাস্ত করা প্রয়োজন । যদিও ওই দুই পাইলটের নাম প্রকাশ করা হয়নি । আগেও একই ধরনের সমস্যায় পড়েছিল এয়ার ফ্রান্স । ২০২০ সালের ডিসেম্বরে কঙ্গো থেকে প্যারিসগামী একটি বিমানের জ্বালানি ট্যাংকে ছিদ্র শনাক্ত হয় । পাইলট বিমানটি আফ্রিকার আরেক দেশ চাদে জরুরি অবতরণ করান । কিন্তু তিনি ইঞ্জিনের সঙ্গে জ্বালানির সংযোগ বিচ্ছিন্ন করেননি । এতে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঝুঁকি ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.