মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসবে এনএসইউআই!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। অতিসত্বর জে আর বি টি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, টেট পাস করা ছাত্র-ছাত্রীদের নিয়োগ করা, বিভিন্ন স্কুল ও কলেজে জোর করে সদস্যপদ গ্রহন বাতিল করতে করা সহ একাধিক দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসবে এন এস ইউ আই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলন কর্মসূচির কথা জানায় ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই প্রদেশ সভাপতি ছাত্রনেতা সম্রাট রায়।
সারা রাজ্যে বিজেপি নামধারী ছাত্র সংগঠন দ্বারা কলেজে ভয় ভীতি সৃষ্টি করা, সদস্যপদের নাম করে চাঁদাবাজি, বিরোধী ছাত্র সংগঠনের কর্মীদের উপর হামলা , স্কুল কলেজে এক ভয়ের পরিবেশ তৈরি করে রাখা, তারই প্রতিবাদে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করা হয় এনএসইউআই ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ এনএসইউআই সভাপতি ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অবিলম্বে যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও সংঘটিত হবে বলে হুশিয়ারি দিলেন ছাত্রনেতা সম্রাট রায়।