চুরি ঠেকাতে শহরে কড়া পুলিশি ব্যবস্থার নির্দেশ

 চুরি ঠেকাতে শহরে কড়া পুলিশি ব্যবস্থার নির্দেশ
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজধানী শহর ও শহরতলিতে ক্রমবর্ধমান চুরি ও ডাকাতির ঘটনায় বড় ধরনের প্রশ্নের মুখে জননিরাপত্তা ব্যবস্থা । স্মার্ট সিটিতে পুলিশি ব্যবস্থা নিয়েও জনমনে বড় ধরনের প্রশ্ন উঠেছে । রাতের বেলা তো দূরের কথা , দিন দুপুরেও সুরক্ষিত নয় রাজধানী আগরতলা । প্রকাশ্য দিনের বেলাতেই গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঢুকে পড়ছে চোর । যাবতীয় মূল্যবান সামগ্রী নিয়ে নিরাপদে আবার কেটেও পড়ছে । অথচ রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের যেন কোনও হেলদোল নেই । শহর ও শহরতলির মানুষ এখন রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন । এই পরিস্থিতিতে তীব্র সমালোচনা ও চাপের মুখে পড়ে দেরিতে হলেও পুলিশ প্রশাসন নড়েচড়ে বসতে চলেছে । পরিস্থিতি পর্যবেক্ষণ করে মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা রাজ্য পুলিশকে বেশকিছু কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ।

পুলিশের প্রধান কার্যালয় থেকেও বৃহস্পতিবার রাতে এক প্রেস বিবৃতি দেওয়া হয় । তাতে বলা হয়েছে , রাজধানী শহরের সবগুলি নাকা পয়েন্ট পুনরায় সক্রিয় করা হবে । রাতভর ওই নাকা পয়েন্টগুলিতে প্রতিটি যানবাহন তল্লাশি চলবে । তাই যানবাহন মালিক ও চালকদের যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য বলা হয়েছে । শুধু তাই নয় , সন্দেহভাজনদের শরীরেও তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে । শহরের প্রতিটি থানা ও ফাঁড়িতে রাতে অতিরিক্ত পুলিশ , টিএসআর এবং এসপিও জওয়ানদের মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে । গোটা শহর জুড়ে পুলিশ টহল , বিট পেট্রোলিং , মোবাইল পেট্রোলিং চলবে রাতভর । স্পর্শকাতর এলাকাগুলিতে স্থানীয়দের পাহারা আরও বাড়ানো হবে । পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে । স্বভাবসিদ্ধ অপরাধীদের উপর তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । প্রতিটি বাস স্ট্যাণ্ড এবং রেল স্টেশনে কড়া নজরদারির জন্য নির্দেশ দেওয়া হয়েছে । সাম্প্রতিককালে শহরে যতগুলি চুরি হয়েছে , সেগুলো দ্রুত তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে । শহরে যাবতীয় ঘটনা প্রতিরোধে সিনিয়র পুলিশ অফিসারদের দায়িত্ব প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এছাড়াও যেকোনও পুলিশি সহায়তার জন্য এবং সন্দেহভাজন কিছু নজরে এলে ১১২ নম্বরে ডায়াল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে । এখন প্রশ্ন হচ্ছে , মুখ্যমন্ত্রী তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন । বাস্তবে ওইসব নির্দেশ কতটা কার্যকর হবে

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.