আত্মঘাতী বি এস এফ জওয়ান!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, তেলিয়ামুড়া।। নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করলো এক বি.এস.এফ জওয়ান। আত্মঘাতী জওয়ান ৮০ নম্বর বি এস এফ বাহিনীতে কর্মরত। জওয়ানের নাম বালুরাম কুড়ি (৩২)। ঘটনা শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বি.এস.এফ হেড কোয়ার্টারে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছায়।
কি কারণে এই আত্মহত্যা, তা এখনো জানা যায়নি । যদিও বাহিনীর সূত্রে খবর, পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয় ওই জওয়ান।
বাহিনীর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় ছিল। এর মধ্যে কোন এক সময় নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী হয় ওই জওয়ান। তবে জওয়ানের আচমকা মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।