২ দিনের সফরে রাজ্যে আসতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর দুই দিনের রাজ্য সফরে আসতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । শুক্রবার এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । তবে রাষ্ট্রপতির সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি । ত্রিপল আইটির নয়া ক্যাম্পাস নির্মাণের শিলান্যাস থেকে শুরু করে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের জন্যই ত্রিপুরা সফরে আসবেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু । তাকে নাগরিক সংবর্ধনাও প্রদান করা হবে ।