ফ্লাইবিগের অতিরিক্ত বিমান
ফ্লাইবিগ আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আগরতলা সেক্টরে অতিরিক্ত বিমান চালাবে । প্রতিদিন একটি করে ফ্লাইবিগের অতিরিক্ত বিমান চলবে । ফ্লাইবিগের ৭২ আসনের এটিআর অতিরিক্ত বিমান গুয়াহাটি থেকে সকাল ৯ টা ০৫ মিনিটে আগরতলায় আসবে । আগরতলা থেকে অতিরিক্ত বিমানটি সকাল ৯ টা ৩৫ মিনিটে কলকাতায় রওয়ানা হবে । কলকাতা থেকে এই বিমানটি বেলা ১২ টা ৩৫ মিনিটে আগরতলায় আসবে । আগরতলা থেকে এই অতিরিক্ত বিমানটি বেলা ১ টায় গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবে । এছাড়াও ফ্লাইবিগের নির্ধারিত বিমানগুলিও যথারীতি চালু থাকবে বলে বিমান সংস্থা থেকে জানানো হয়েছে ।