পর্যটক টানতে হিমাচল প্রদেশে হ্যালিপোর্টের সূচনা
হিমাচল প্রদেশের এমন অনেক জায়গা রয়েছে যেসব জায়গা সম্পর্কে পর্যটকেরা এখনও কোনও তথ্যই জানেন না । আর সেইসব অজানা নানা জায়গা ঘুরিয়ে দেখাতেই এবার রাজ্যে হেলিপোর্টের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর । সিমলা জেলার রামপুরে ৩.৪ কোটি টাকায় এই হেলিপোর্টটি তৈরি করা হয়েছে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন , পর্যটকদের আকর্ষণ করতে রাজ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার । তিনি জানান , রাজ্যের এমন অনেক মনোরম জায়গা রয়েছে যেখানে পর্যটকেরা সচরাচর যান না । এবার রাজ্যের মধ্যেই যাতে আকাশপথে পর্যটকেরা ঘুরতে পারেন সেই লক্ষ্যে এমন একটি হেলিপোর্টের সূচনা করা হল । মুখ্যমন্ত্রী জানিয়েছেন , উড়ে দেশ কা আম নাগরিক বা উড়ান প্রকল্পে সোলান জেলার বাড্ডি এবং রামপুরে ইতিমধ্যে হেলিপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে । এই জায়গাগুলি থেকে দ্রুত হেলিকপ্টার পরিষেবা শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন , মান্ডির কাংনিধরের হেলিপোর্টের কাজও দ্রুত শেষ হয়ে যাবে এবং মানালিতেও এমন একটি হেলিপোর্ট তৈরি করা হবে । হিমাচল প্রদেশের সিমলা , কুলু , মানালির মতো জায়গাগুলি বরাবরই পর্যটকদের খুবই আকর্ষণ করে । বছরের নানা সময়েই এই জায়গাগুলিতে দেশ – বিদেশের পর্যটকেরা বেড়াতে আসেন ।