মহিলা ফুটবল, সাসপেন্ড চলমান
প্রত্যাশিতভাবেই মহিলা লীগ ফুটবলে চলমান সংঘের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলো কিল্লা মর্নিং ক্লাব । লীগ রুলস মেনে এই সিদ্ধান্ত নিলো টিএফএর মহিলা লীগ কমিটি । পাশাপাশি ম্যাচে অর্ধেক খেলেই টিম তুলে নেওয়ায় নিয়ম অনুযায়ী চলমান সংঘকে সাসপেণ্ড করা হলো । যদিও মহিলা লীগে তাদের আর কোনও ম্যাচ খেলার বাকি নেই । আজ মহিলা লীগ কমিটির এক বৈঠক হয় টিএফএতে । বৈঠক শেষে এমনটাই জানালেন যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত । সেখানে গতকাল মহিলা লীগ ফুটবলের কিল্লা মর্নিং ক্লাব ও চলমান সংঘের ম্যাচের ঘটে যাওয়া বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে । উল্লেখ্য , গতকালের ম্যাচে চলমান সংঘ বিকল্প গোলরক্ষক নেই অজুহাতে মাঝপথেই টিম তুলে নিয়েছিল । একত্রিশ মিনিট পর্যন্ত ৪-০ গোলে এগিয়েছিল কিল্লা মর্নিং ক্লাব । তারপরই চলমান সংঘের গোলরক্ষক চোট পেয়ে মাঠ ছাড়ে । তখন চলমান সংঘের টিম কোচ সুজন সরকার জানান , তারা ম্যাচের বাকি সময়টা খেলবে না । কারণ তাদের বিকল্প গোলরক্ষক নেই । শেষ উনচল্লিশ মিনিট ম্যাচ না খেলেই মাঠ ছাড়ে চলমান সংঘ । যা নিয়ে মাঠে ক্ষোভ জানায় কিল্লা মর্নিং ক্লাব দলের ফুটবলার ও কোচ সবাই ।