পথ দুর্ঘটনায় মৃত্যু হলো টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। বয়স হয়েছিল মাত্র ৫৪। মহারাষ্ট্রের পালঘরে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে জানা গেছে। রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের গাড়ি।হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ওই গাড়িতে মোট চারজন সওয়ারি ছিলেন বলে জানা গেছে।