আজ থেকে শুরু হচ্ছে হাসিনার ভারত সফর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ৪ দিনের সরকারী সফরে ভারতে যাচ্ছেন। শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে ৭ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আবদুল মোমেন । রবিবার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়ে বলেন , সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক হবে । তবে আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়ে কোনও আলোচনা হবে না । দিল্লীতে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে দুই দেশের অভিন্ন নদীর জল ব্যবস্থাপনা , বিজ্ঞান ও প্রযুক্তি , রেলওয়ে , আইন , তথ্য ও সম্প্রচার , প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে । তবে এর বাইরেও আরও কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে । আনুষ্ঠানিক আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ বিবৃতি প্রকাশ করবেন। দ্বিপক্ষীক বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে দু দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি যেমন – দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ , বিনিয়োগ বৃদ্ধি , বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা , জনযোগাযোগ , অভিন্ন নদীর জল বন্টন , নদীর অববাহিকাভিত্তিক জলসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ প্রভৃতি আলোচনায় গুরুত্ব পাবে। এবারের সফরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনাসদস্য শহিদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের হাতে। ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ ’ তুলে দেবেন শেখ হাসিনা । ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণ একটি বিজনেস ইভেন্ট অনুষ্ঠিত হবে । বিজনেস ইভেন্টের মাধ্যমে যেমন বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশের চিত্র ভারতীয় ব্যবসায়ীদের কাছে তুলে একটি ধরা যাবে , তেমনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করা সম্ভব হবে । শেখ হাসিনা ২০১৯ সালের অক্টোবর মাসে সর্বশেষ ভারত সফর করেন । পরবর্তীতে কোভিড মহামারির ফলে বিগত ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এক ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করেন । ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী এবং ডিসেম্বর মাসে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী , বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সফর করেন । এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অনিষ্পন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা অর্জন করা যাবে বলে প্রতীয়মান হয় । বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক গভীরতর হওয়া সহ সার্বিকভাবে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গৃহীত হবে । চলমান কোভিড মহামারি , ইউক্রেন সংকট এবং বিশ্বমন্দার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভারত সফর দু’দেশের পারস্পরিক অসমঝোতা ও সাহায্যের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম / নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে ।