দিল্লীতে অনূর্ধ্ব ১৪ এসএম কাপ, ত্রিপুরার প্রথম ম্যাচ ৬ই
দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবল আসরে গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ টিএএফএস । আগামী ছয় সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় ম্যাচটি হবে । আসরে ডি গ্রুপে রয়েছে ত্রিপুরা । আর ত্রিপুরার গ্রুপে রয়েছে ঝাড়খণ্ড ও টিএএফএস । আট সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার সামনে ঝাড়খণ্ড । বিকাল সাড়ে চারটায় ম্যাচটি হবে । দিল্লীর এয়ার ফোর্সের নিজস্ব গ্রাউণ্ডে খেলা হবে বলে জানা গেছে । গতকাল রাতেই দিল্লীতে গিয়ে পৌঁছেছে ত্রিপুরা টিম । ত্রিপুরা ভবনে গিয়ে উঠেছে । আজ মাঠ না পাওয়ায় অনুশীলন করতে পারেনি ত্রিপুরা দল । আগামীকাল গেম ভেন্যুতে যাবে ত্রিপুরা টিম । উল্লেখ্য , অনূর্ধ্ব চৌদ্দ বয়স গ্রুপের এই আসরে এবার রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে জম্পুইজলার সুধন্ব দেববর্মা মেমোরিয়াল স্কুল । এর আগে রাজ্যের হয়ে জম্পুইজলার সুধন্ব দেববর্মা মেমোরিয়াল স্কুল দিল্লীতে সুব্রত মুখাজি কাপ ফুটবল আসরে খেললেও কোয়ার্টার ফাইনালে গিয়ে শেষ পর্যন্ত থামতে হয় । তবে এবার রেজাল্ট অনেকটাই ভালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের ম্যানেজার সুবোধ দেববর্মা । তিনি জানান , এবার টিম অনেকটাই ভালো হয়েছে । রাজ্যে এসএম কাপ স্কুল ফুটবলে প্রতিটিস্তরে ভালো খেলেছে টিমটি । এখন দিল্লীতে এসএম কাপ ফুটবলের মূল পর্বের আসরে টিমটি ভালো খেলবে সেই প্রত্যাশা রাখছি । উল্লেখ্য , আগামী ৬-১৫ সেপ্টেম্বর দিল্লীতে অনূর্ধ্ব চৌদ্দ বালক বিভাগের এসএম কাপ স্কুল ফুটবলের আসর হচ্ছে । এদিকে , আগামী ১৯-২৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো মেয়েদের বিভাগের ফুটবল আসর এবং অন্যদিকে আগামী ৩-১৩ অক্টোবর অনূর্ধ্ব সতেরো ছেলেদের এসএম কাপ স্কুল ফুটবলের আসর হচ্ছে দিল্লীতে । দুই বিভাগে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে এবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ( বাধারঘাট ) । স্পোর্টস স্কুলের মাঠে তারই লক্ষ্যে চলছে পুরোদমে প্রস্তুতি । আগামী পনেরো সেপ্টেম্বর দিল্লীতে যাচ্ছে মেয়েদের টিম । অন্যদিকে আগামী উনত্রিশ সেপ্টেম্বর অনূর্ধ্ব সতেরো ছেলেদের টিম যাচ্ছে দিল্লীতে । উল্লেখ্য , কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছর ধরে দিল্লীতে সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর হয়নি । শেষবার ২০১৯ সালে এই টুর্নামেন্টটি হয়েছিল । যেখানে অনূর্ধ্ব চৌদ্দ বালক এবং অনূর্ধ্ব সতেরো বালক ও বালিকা তিন বিভাগে রাজ্যদল অংশগ্রহণ করেছিল । রাজ্যদল : তন জমাতিয়া , ইসাক দেববর্মা , অরিন্দম দেববর্মা , অমরজিৎ দেববর্মা , ইসাক দেববর্মা , রোহিত দেববর্মা , কিষান দেববর্মা ( অধিনায়ক ) , আশুতোষ দেববর্মা , বিজয় দেববর্মা , ফিলিমন দেববর্মা , জেটলি কলই , মসিয়া দেববর্মা , সন্দীপ দেববর্মা ও খাবাই দেববর্মা । ম্যানেজার সুবোধ দেববর্মা । কোচ – বুদ্ধ দেববর্মা ।