১৯৬০ কেজি গাঁজা উদ্ধার!!
মঙ্গলবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার ওসি অনুপম দাসের নেতৃত্বে এবং ১৪০ নং সিআরপিএফ জওয়ানদের তৎপরতায় পশ্চিমবঙ্গের মালবাহী ট্রাক( WB-25 J 0728) থেকে অভিনব কায়দায় বহিঃরাজ্যে পাচার হওয়া ১৯৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি টাকার উপর। আটক গাড়িচালক পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ ঘোষ।