ধৃত তিন চোর,উদ্ধার স্বর্ণালংকার!! ত্রিপুরা খবর Dainik Digital September 6, 2022 0 এই খবর শেয়ার করুন (Share this news) অবশেষে পুলিশের জালে তিন চোর। উদ্ধার করা হয়েছে বেশ কিছু চুরি যাওয়া স্বর্ণালংকার। মঙ্গলবার পশ্চিম জেলার এস পি শংকর দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর চুরি কাণ্ডে ৩ জন চোরকে আটক করার কথা জানান।