উন্নতমানের কম্পিউটার ল্যাবরেটরি আসতে চলেছে উত্তরপ্রদেশের বিদ্যালয়ে
উত্তরপ্রদেশের ৭৪৬ টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে দ্রুত তৈরি হচ্ছে উন্নতমানের কম্পিউটার ল্যাবরেটরি। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মান আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই এমন একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই বিদ্যালয়গুলিতে ধাপে ধাপে সমীক্ষা চালাবেন শিক্ষা দপ্তরের আধিকারিক । বিদ্যালয়ের কোন ঘরে এমন কম্পিউটার ল্যাবরেটরি তৈরি করা যায় সেটাই খতিয়ে দেখবেন তারা । তারপরেই ল্যাবরেটরি তৈরির কাজ শুরু হয়ে যাবে । দ্রুত এই কাজ শেষ করার জন্যেই এখন তৎপরতা শুরু হয়েছে । যে ঘরে এই ল্যাব তৈরি হবে সেখানে রং করার পাশাপাশি কম্পিউটার চালনোর জন্য পর্যাপ্ত বিদ্যুতের সংযোগ দেওয়া , এছাড়া কম্পিউটার চেয়ার , টেবিলের মতো বিভিন্ন আসবাবের ব্যবস্থা করা , পাখা থেকে শুরু কের পর্দা লাগানোর মতো কাজগুলি সম্পূর্ণ হয়ে গেলেই এই কম্পিউটার ল্যাব চালু করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে সরকারি সূত্রে । এই ল্যাবগুলি চালু হয়ে গেলে বিদ্যালয়গুলিতে শিক্ষার মান বাড়বে এবং যুগপোযোগীভাবেই শিক্ষা পরিষেবা চালু করা যাবে বলেই মনে করা হচ্ছে । প্রয়াগরাজের বুনিয়াদী শিক্ষা আধিকারিক প্রবীণ কুমার তিওয়ারি বলেন , ‘ গত ৬ আগস্ট উত্তরপ্রদেশের সমগ্র শিক্ষা অধিকর্তা বিজয় কিরণ আনন্দ একটি চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন , এই ধরনের কম্পিউটার ল্যাব তৈরির মাধ্যমে কোডিং , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স , মেশিন লার্নিং , ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এবং বিজনেস অ্যাকুমেনের মতো বিষয়গুলির প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে । এই আধিকারিক জানিয়েছেন , এমন ল্যাব তৈরি হলে তা থেকে প্রয়াগরাজের ২০ টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা উপকৃত হবেন । তিনি আরও জানান , এই বিদ্যালয়গুলির কোন ঘরে এমন ল্যাব তৈরি করা হবে তা দেখতে সমষ্টি শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে । জেলা প্রশাসনের সহযোগিতায় ২৭ টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ইতিমধ্যে এমন কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে । রাজ্যের শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন , রাজ্যের বাকি ৭১৯ টি বিদ্যালয়ে একইভাবে এমন ল্যাব চালু করা হবে । আর তাতে খরচ ধরা হয়েছে ৩৫.৯৫ কোটি টাকা । সরকারের তরফে জানানো হয়েছে , বারাণসী , বরেলি এবং গৌতম বুদ্ধ নগরে একটি করে , রামপুরে দু’টি , ফতেপুরে ১০ টি এবং সিদ্ধার্থনগরে ১২ টি বিদ্যালয়ে এমন কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে ।