রাজ্যসভার উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী ভানুলাল সাহা
রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট । রাজ্যসভার আসনে পুনরায় প্রার্থী করা হলো প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমান বিধায়ক ভানুলাল সাহাকে । আগামী ২২ সেপ্টেম্বর রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন হবে । এদিনই বিকেলে ফলাফল ঘোষণা করা হবে । নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি মোতাবেক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আগামী ১২ সেপ্টেম্বর । রাজ্যসভার সদস্যপদ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা গত ৪ জুলাই ২০২২ ইং পদত্যাগ করেছেন । এ কারণেই আসনটি শূন্য হয়েছে । রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করার কারণ হলো তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিলো । পরে তিনি বিধানসভার উপনির্বাচনে লড়াই করে বিধায়ক হয়েছেন । স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর পদ সামলাতে গিয়ে তাকে রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে হয়েছিলো । রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআই ( এম ) রাজ্যসভার নির্বাচনে ভানুলাল সাহাকেই প্রার্থী করেছিলো । এবার উপনির্বাচনেও পুনরায় দল তাকেই প্রার্থী করেছে । বুধবার সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর তার নাম ঘোষণা করেন । সাংবাদিক সম্মেলনে এছাড়াও ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্ৰ চৌধুরী । এদিকে , শাসক দল বিজেপি এখনও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেনি । ধারণা করা হচ্ছে , আগামী এক – দুই দিনের মধ্যে দল প্রার্থীর নাম ঘোষণা করবে । আলোচনায় অনেকের নামই আছে তবে বর্তমানে শাসকদলের অন্দরে চাপা অশান্তি চলছে বলে খবর । নানা কারণেই দলের শীর্ষ নেতৃত্বকে অনেক কিছু ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে । দলের মূল লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচন । সেদিকে তাকিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যসভার প্রার্থী মনোনয়নে দলকে অনেককিছু ভাবনাচিন্তা করতে হচ্ছে বলে খবর ।