সামাজিক ভাতা নিয়ে বিভ্রান্তি কাম্য নয়ঃ শান্তনা
বুধবার সচিবালয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বললেন , রাজ্যে সামাজিক ভাতা প্রদান নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যা কখনওই কাম্য নয় । বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ায় ভাতা প্রদানে একটু বিলম্ব হচ্ছে ঠিকই তবে দ্রুততার সাথে তার সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে দপ্তর । মন্ত্রী বলেন , সমস্যা থেকে উত্তরণের জন্য ইতিমধ্যেই সিডিপিও অফিস , অঙ্গনওয়াড়ি অফিসের ‘ মাধ্যমে কাজ চলছে সংশোধনের । মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন মন্ত্রী শান্তনা চাকমা বলেন , জাতীয় ভাতা প্রকল্পে রাজ্যে বর্তমানে ভাতা পাচ্ছেন ১,৪১,৪০১ জন । সব মিলিয়ে ১,৫৮,১৯৭ জনের মধ্যে ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না ১৬,৭৯৬ জনকে । মূলত ব্যাঙ্কের বিভিন্ন সমস্যার কারণেই এটি আটকে আছে । তিনি জানান , পিএফএমএসের কোনও নিবন্ধীকৃত না হলে অবস্থাতেই সংশ্লিষ্ট কোনও ভাতা প্রাপককে ভাতা প্রদান করা সম্ভব হয় না । তবে এক্ষেত্রে তাদের নাম নিবন্ধীকরণের জন্য দ্রুতগতিতে কাজ চলছে বলে তিনি জানান । সমাজ কল্যাণ মন্ত্রী বলেন , রাজ্যে বর্তমান সময়ে সমস্ত সামাজিক ভাতাপ্রাপকদের ভাতাই বেনিফিসিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রদান করা হয় । এক্ষেত্রে রাজ্যের মোট ২,৩১,২৪২ জন ভাতা প্রাপকের মধ্যে মোট ৬২,৪৮৭ জনের ভাতা বিএমএস পোর্টালের মাধ্যমে প্রদানের কাজ চলছে । এছাড়াও অবশিষ্ট ১,৬৮,৭৫৫ জনের সামাজিক ভাতা জুন মাস পর্যন্ত প্রদান করা হয়েছে বলে তিনি জানান । মন্ত্রী আরও বলেন , বর্তমান , সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর মোট ৩৩,৫২৩ জনকে নতুন করে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পে ভাতা প্রদান করে । এছাড়াও মোট ১০ টি বিভিন্ন সম্প্রদায় থেকে ১০ জন সমাজপতিকে সামাজিক ভাতা প্রদান করেছে সরকার ।বি এম এস পোর্টাল নিয়ে এদিন মন্ত্রী বলেন ,এক্ষেত্রেও ভাতা প্রদানে বেশকিছু সমস্যা হচ্ছে । বিশেষ করে ভাতাপ্রাপকদের কাগজপত্র সংক্রান্ত সমস্যা এবং ব্যাঙ্কের বিভিন্ন সমস্যার কারণেই এটি হচ্ছে । মন্ত্রীর কথা অনুযায়ী শুধুমাত্র এ কারণেই ভাতাপ্রাপকরাও ভাতা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যায় পড়ে যাচ্ছেন । তবে গোটা বিষয়টি নিয়ে দপ্তর দ্রুততার সাথে তা সমাধানের উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে অধিকর্তা ড .সিদ্ধার্থ শিব জয়সোয়ালও উপস্থিত ছিলেন ।