রক্তদানকে কর্তব্য ভাবুন: রতন
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।।এমবিবি কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, রক্তদানকে কর্তব্য মনে করতে হবে। তবেই এর সফলতা আসবে। প্রত্যেকটি কলেজকে একটি ক্যালেন্ডার তৈরী করে বছরে তিনটি বা দুটি রক্তদান শিবিরের আয়োজন করার আহবান জানান মন্ত্রী, পাশাপাশি রক্তদান নিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে স্কুল পর্যায়ে কোন বিষয় রাখা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য তিনি শিক্ষা দপ্তরকে চিঠি দেবেন বলে জানান।