ত্রিপুরা পাচ্ছে ৫ বর্ডার, হাসিনার সফরে সিদ্ধান্ত
ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য সীমান্ত অঞ্চলগুলিতে সত্তরটি নতুন বর্ডার হাট তৈরি করা হবে । বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে । নতুন বর্ডার হাটগুলি হবে পশ্চিমবঙ্গ ( ৩৫ ) , মেঘালয় ( ২২ ) , ত্রিপুরা ( ৫ ) , আসাম ( ৪ ) ও মিজোরাম ( ৪ ) এ । উত্তর – পূর্বাঞ্চলের জন্য শেখ হাসিনা ও জি কিষান রেড্ডির এই বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ । দুজনেই বৈঠকে বাংলাদেশ ও উত্তর – পূর্বাঞ্চলের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ ও সম্ভাবনার কথা বলেছেন । কিষান রেড্ডি প্রধানমন্ত্রী হাসিনাকে বলেন , দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির বহু সুযোগ থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে । এখনও বাংলাদেশের সমুদ্র বা নদী বন্দর ব্যবহারের ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা আছে । বাংলাদেশ সরকার যদি সেই নিষেধাজ্ঞাগুলো শিথিল করার ব্যবস্থা নেয় তবে আগরতলা দিয়ে ভারতের রপ্তানি বৃদ্ধি পেতে পারে । শেষ হাসিনা রেড্ডিকে আশ্বস্ত করে বলেন , আমি ফিরে গিয়ে দেখবো বিষয়টি। কিষান রেড্ডি বলেন , উত্তর – পূর্বাঞ্চলে অনেক খনিজ পদার্থ আছে , সিমেন্ট , প্লাস্টিকের সামগ্রী , বাঁশ সহ কৃষিপণ্য আছে যা বাংলাদেশে নিয়মিত পাঠানো যেতে পারে । বাংলাদেশও তাদের সামগ্রী রপ্তানি করতে পারে কম সময়ে , কম খরচে । প্রসঙ্গত ডোনার মন্ত্রী জানিয়ে দেন , ২০২৩ সালের শেষভাগ পর্যন্ত আগরতলা – আখাউড়া রেলপথ সম্পূর্ণ হয়ে যাবে । শেখ হাসিনা বলেছেন , সড়ক ও জলপথে যোগাযোগ উন্নত করতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত আমরা । • আপনার কাছে আমাদের অনুরোধ , কেন্দ্র এবং উত্তরপূর্বের মন্ত্রীদের ঘন ঘন ঢাকায় আসতে বলুন । দুই দেশের মধ্যে যাওয়া আসা যত বাড়বে , আলাপ আলোচনাও বাড়বে , সমস্যার দ্রুত সমাধান হবে , কাজের গতি বাড়বে । রেড্ডি বাংলাদেশ প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে সমর্থন করে বলেন , আমি প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো , তবে আমিই হয়তো প্রথম যাবো ঢাকা ।