১১০ ফুট চুলে বিশ্ব রেকর্ডের আশা ম্যান্ডেলার
২০০৯ সালের ১১ নভেম্বরে আমেরিকার ফ্লোরিডার ক্লারমন্টের বাসিন্দা আশা ম্যান্ডেলার চুলের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট , সাড়ে ৬ ইঞ্চি । সেই চুলের দৈর্ঘ্য নিয়েই বিশ্ব রেকর্ড কায়েম করে গিনেস বুকে নাম তুলেছিলেন তিনি । সেখান থেকে ১২ বছরের জাম্পকাট । এই মুহূর্তে তার চুলের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ১১০ ফুট ! ৩৩.৫ মিটার । এই চুল নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন আশা । নতুন করে তার নাম উঠেছে গিনেস বুকে । এখন তার বয়স ৬০ বছর । গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছেন , কোনও মানুষের চুলের এমন দৈর্ঘ্য এক কথায় বিস্ময়কর । তার চুলের ওজন কত ? কী ভাবে এত চুল তিনি মাথায় বহন করেন ? খোদ গিনেস কর্তৃপক্ষ পর্যন্ত হতবাক হয়ে গেছেন । বিবৃতিতে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছেন , গত ৪০ বছর ধরে চুল না কাটানো এই আশ্চর্যজনক মহিলার নাম আশা ম্যান্ডেলা । তিনি ফ্লোরিডার ক্লারমন্টের বাসিন্দা । এত চুল বহন করেন কীভাবে ? গিনেস কর্তাদের প্রশ্নের উত্তরে সহাস্যে আশা বলেছিলেন , আমি চুলকে আমার রাজার মুকুট বা আমার কোবরা বলে মনে করি । ‘ কোবরা কেন ? আশা বলেন , ‘ যখন আমি আমার কোবরা বাচ্চাকে নিয়ে আমার ঘুমের দুনিয়ায় যাওয়ার প্রস্তুতি নিই , আমি তাদের ( চুল ) একটা ছোট বস্তায় বেঁধে রাখি । আমরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করি , কথা বলি । ’ গিনেস বুকের ওয়েবসাইট জানাচ্ছে , গিনেস ওয়েবসাইট অনুসারে , ২০০৯ সালে সবচেয়ে লম্বা ড্রেডলক চুলের রেকর্ডটিও আশা ম্যান্ডেলার দখলে ছিল । কী এই ড্রেডলক ? সহজ বাংলায় চুলের জটা । চুলে জট না পাকালে এত লম্বা দৈর্ঘ্য হতে পারে না । গিনেসের ওয়েবসাইট জানাচ্ছে , আশা ম্যান্ডেলার জন্ম ত্রিনিনাদ অ্যান্ড টোবাগো দ্বীপপুঞ্জে । চল্লিশ বছর আগে আশা সেখান থেকে আমেরিকার নিউ ইয়র্কে চলে আসেন । সেই থেকে তিনি আর কোনও দিন চুল কাটেননি । ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক । সেখানে তিনি নিয়মিত নিজের ছবি ও ভিডিয়ো আপলোড করেন । গিনেসের ওয়েবসাইট জানাচ্ছে , ১১০ ফুট দৈর্ঘ্য আশার চুলের মোট ওজন ১৯ কিলো । আশা তার চুল একটি কাপড়ে বেঁধে কোমরে ঝুলিয়ে রাখেন , এতে তার ঘাড়ে অপেক্ষাকৃত কম চাপ পড়ে । আশার স্বামীর নাম ইমানুয়েল চেগে । তিনিও পেশায় একজন কেশ বিশেষজ্ঞ । তিনি একজন পেশাদার লক স্টাইলিস্ট এবং ড্রেডলক বিশেষজ্ঞ । আফ্রিকান মহিলাদের মধ্যে চুলে ড্রেডলকের বিশেষ চাহিদা রয়েছে । তার ড্রেডলকগুলিও তার স্বামীর তৈরি , বলেছেন আশা । সপ্তাহে একব বার আশা ম্যান্ডেলা চুলে জল দেন । অর্থাৎ শ্যাম্পু করেন । প্রতি সপ্তায় একবার ৬ টি শ্যাম্পুর বোতল খরচ হয় তার । তারপর চুল শুকোতে পুরো দুই দিন সময় লাগে । সপ্তায় তিনি কতটা সময় ধরে চুলের পরিচর্যা করেন ? আশা বলেছেন , সময় ধরে তিনি কখনও গোনেননি , তবে অনেকটা সময় ।