আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এসআরএফটিআই
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩১ অক্টোবর থেকে যাত্রা শুরু করতে চলেছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট (এসআরএফটিআই)। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী শ্রী চৌধুরী জানান, যৌথ সভায় এসআরএফটিআই এর চূড়ান্ত অনুমোদনের পর আগামী ২০ সেপ্টেম্বর ইন্সটিটিউটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ অক্টোবর হবে এই এক মাসের মধ্যে, আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারেন। তিনি বলেন, আবেদনপত্র যাচাই-বাছাই এবং ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রাথমিকভাবে, কেন্দ্রটি চারটি স্বল্পমেয়াদী কোর্স নিয়ে যাত্রা শুরু করবে- ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স (৪ সপ্তাহ), স্ক্রিন অ্যাক্টিং (৮ সপ্তাহ, বছরে দুবার), সিনেমা ও টেলিভিশনের জন্য প্রযোজনা ব্যবস্থাপনা (৪ সপ্তাহ) এবং অ্যাঙ্করিং ও সংবাদ পাঠ। তিনি আরও বলেন, ৭ নভেম্বর থেকে পঠনপাঠন শুরু হবে এবং সার্টিফিকেট বিতরণ আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে শ্রী চৌধুরী বলেন, গত ৫ সেপ্টেম্বর কলকাতায় ইনস্টিটিউটের ক্যাম্পাসে আইসিএ বিভাগের সচিবের সঙ্গে তিনি এসআরএফটিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যেখানে প্রস্তাবিত কেন্দ্রের উদ্বোধন চূড়ান্ত করা হয়।
রাজ্য সরকার ইতিমধ্যেই প্রস্তাবিত কেন্দ্রের জন্য ৫ কোটি ৭৬ লক্ষ টাকা টাকা মঞ্জুর করেছে। অভ্যন্তরীণ বিদ্যুতায়ন এবং সংস্কারের মতো কাজগুলি সম্পূর্ণ করার জন্য পিডব্লিউডি-কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এএমসিকে সৌন্দর্যায়নের জন্য নিযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার প্রাথমিক পর্যায়ে কোনো কোর্স ফি বা অনুদান নেবে না; ছাত্রদের শুধুমাত্র একটি ছোট-অংকের রেজিস্ট্রেশন চার্জ জমা দিতে হবে।