প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে ১,১৮,৫৫০ টি ঘর নির্মাণ সম্পন্ন
রাজ্যের গ্রামীণ মহিলাদের আর্থিক ভাবে সমৃদ্ধ করার উদ্দেশ্যে গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে ৩৮ হাজার ৮৩১ টি স্ব – সহায়ক গোষ্ঠী গঠন করা হয়েছে । এই স্ব – সহায়ক গোষ্ঠীগুলির সাথে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি গ্রামীণ মহিলা জড়িত রয়েছেন । স্ব – সহায়ক গোষ্ঠীগুলিকে ব্যাঙ্কের মাধ্যমে ৮১১ কোটি টাকা ঋণ প্রদানের পাশাপাশি তাদের রিভলভিং ফান্ডের মাধ্যমেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । গ্রামীণ মহিলারা সমৃদ্ধ হলে পরিবার সমৃদ্ধ হবে । পাশাপাশি গ্রামের অর্থনীতিও সুদৃঢ় হবে । শুক্রবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং এ কথা জানান । সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব জানান , দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে মিশন অমৃত সরোবর কর্মসূচির সম্প্রতি সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর উদ্দেশ্য ভবিষ্যতে জলের অভাব যেন না হয় তার জন্য পুকুর খননের পাশাপাশি পরিত্যক্ত জলাশয়গুলির সংস্কার । চিহ্নিতকৃত রাজ্যের ৯৬৬ টি অমৃত সরোবরের মধ্যে ৭৭ টি অমৃত সরোবরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । সাংবাদিক সম্মেলনে প্রধান সচিব আরও জানান , প্রধানমন্ত্রী আবাস যোজনায় ( গ্রামীণ ) ২০২১-২২ অর্থবর্ষ থেকে এখন পর্যন্ত রাজ্যে মোট ২,২৮,৪১১ টি আবাসের অনুমোদন দেওয়া হয়েছে । এর মধ্যে ১,১৮,৫৫০ টি আবাসের কাজ সম্পন্ন হয়েছে । তিনি জানান , রাজ্যে চলতি অর্থ বছরে এমজিএন রেগায় এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে । এমজিএন রেগায় ৬ লক্ষ ৭৭ হাজার জবকার্ড রয়েছে।