ফের চোর ধরলো জনতা!!

 ফের চোর ধরলো জনতা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। ফের সি সি ক্যামেরার ফুটেজ দেখে জনতা আটক করলো কুখ্যাত বাইক চোরকে। গত ৮ সেপ্টেম্বর রাজধানীর বিটারবনের সুনা মিয়ার বাড়ি থেকে তাঁর ছেলের বাইক চুরি হয়। এলাকাবাসী সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে। চোর নরসিংগরের বাসিন্দা, নাম সুদীপ শীল ওরফে রনি। সে একসময় বিটারবনে ভাড়া থাকতো।

রবিবার বিটারবনের বাসিন্দারা নরসিংগড় থেকে সেই চোরকে আটক করে এয়ারপোর্ট থানার হাতে তুলে দেয়। পরে এয়ারপোর্ট থানা থেকে দুর্গা চৌমুহনী ফাঁড়িতে নিয়ে আসার সময় বিটারবন এলাকাবাসী গাড়ি থামিয়ে চোরকে উত্তম মাধ্যম দেয়।এলাকাবাসী দুর্গা চৌমুহনী পুলিশ ফাঁড়ি ঘেরাও করে রাখে । তাদের দাবি, চোরকে তাদের হাতে তুলে দিতে হবে এবং আরও যে দুজন ছিল ওদের নাম প্রকাশ করতে হবে। থানা ঘেরাও করার ফলে দেখা দেয় উত্তেজন। বিশাল পুলিশ বাহিনীর সাহায্যে ধৃত চোরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.