চাঁদে নতুন খনিজ, চিনা বিজ্ঞানীদের আবিষ্কারে অবাক গোটা বিশ্ব

 চাঁদে নতুন খনিজ, চিনা বিজ্ঞানীদের আবিষ্কারে অবাক গোটা বিশ্ব
এই খবর শেয়ার করুন (Share this news)

নতুন কীর্তি স্থাপন করলেন চিনা বিজ্ঞানীরা । এই প্রথম চিনা বিজ্ঞানীরা চাঁদে একটি নতুন খনিজ আবিষ্কার করেছেন । এই সূত্রে চিন বিশ্বের তৃতীয় দেশ যারা চন্দ্র গবেষণায় মৌলিক কিছু আবিষ্কার করলেন । শুক্রবার চিনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন । চিনের পরমাণু শক্তি কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান ডংবা ওটং এদিন এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন , ‘ নতুন খনিজটির নাম দেওয়া হয়েছে চেঞ্জসাইট – ওয়াই । তিনি জানান , চাঁদে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে গঠিত বেসাল্ট নামক শিলার কণাতে পাওয়া স্ফটিকগুলিতে চেঞ্জসাইট ওয়াই পাওয়া গেছে । এটি একটি ফসফেট খনিজ । চিনের সরকারী সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের মতে , বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়ান জিওলজির বিজ্ঞানীরা এক্স – রে ডিফ্র্যাকশনের মতো উচ্চ প্রযুক্তির কৌশল ব্যবহার করে ১৪০,০০০ চন্দ্র – কণা থেকে প্রায় ১০ মাইক্রন ব্যাসার্ধের একটি স্ফটিককণাকে বিচ্ছিন্ন করে সেটির ব্যাখ্যা করেছেন । ইন্টারন্যাশনাল মিনারেল অ্যাসোসিয়েশন ( আইএমএ ) নতুন খনিজের আবিষ্কার , নামকরণ এবং শ্রেণিবিন্যাস কমিশন ( সিএনএমএনসি ) এই নতুন খনিজ , আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে . এবং এর নামকরণের বিষয়টি নিশ্চিত , করেছে । এটি চাঁদে মানুষের আবিষ্কৃত ষষ্ঠ খনিজ । মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর চিন তৃতীয় দেশ যারা চাঁদে নতুন খনিজের অস্তিত্ব আবিষ্কার করল । ২০২০ সালে চিনের ‘ চেইঞ্জ – ফাইভ ’ মিশনের মাধ্যমে প্রায় ১৭৩১ গ্রাম ওজনের নমুনাগুলি চাঁদ থেকে পৃথিবীতে আনা হয়েছিল । এটি গত ৪০ বছরের মধ্যে চাঁদের প্রথম খনিজ – নমুনা ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.