দলকে জেতাতে পেরে খুশি রাজাপক্ষ, হাসারাঙ্গারা

 দলকে জেতাতে পেরে খুশি রাজাপক্ষ, হাসারাঙ্গারা
এই খবর শেয়ার করুন (Share this news)

এশিয়া কাপের ফাইনালের আগে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা । সেই ম্যাচে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়েই ফাইনালে খেলতে নেমেছিল তারা । আর সুপার ফোরের মতো ফাইনাল ম্যাচেও কিন্তু ফলাফলের কোনও বদল দেখা যায়নি।

রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রানে জয় পেয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা । এই জয়ের নায়ক ছিলেন ভানুকা রাজাপক্ষ । শুধু তাই নয় তার সঙ্গে ফাইনালের ম্যাচে শ্রীলঙ্কার জয়ের আরও একজন নায়ক ছিলেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা । তিনি ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে এবং পরে বোলিং করেও পাকিস্তানি দলের থেকে ম্যাচ ছিনিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। রাজনৈতিক এবং আর্থিক সঙ্কট থেকে এখনও বেরোতে পারেনি শ্রীলঙ্কা । আর এই পরিস্থিতিতে দেশবাসীর দুঃখ – দুর্দশার মধ্যে এশিয়া কাপ জয় সবার মুখে হাসি ফোটাবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা । এশিয়া কাপ প্রথমে শ্রীলঙ্কার মাটিতেই হওয়ার কথা ছিল । কিন্তু সেখানের রাজনৈতিক অচলাবস্থার কারণে তা সরিয়ে দুবাইয়েই নিয়ে যাওয়া হয়েছিল । রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে গ্যালারি ভর্তি নিজের দেশের দর্শক না থাকলেও যে তিন চার হাজার দর্শক ছিলেন তাদের সামনেই এশিয়া কাপের ট্রফি নিয়ে উল্লাসে মেতেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা । আর শত বাধার সামনেও যে তারা ক্রিকেটের মাঠে লড়াই করে জয়ী হয়েছেন তাতে খুশি দলের কোচিং স্টাফেরাও ম্যাচের পর রাজাপক্ষ সংবাদমাধ্যমকে বলেছেন , ‘ দুই দশক আগেও ক্রিকেটবিশ্বে আমরা শাসন করতাম । আমাদের আগ্রাসন যে আবার ফিরে এসেছে সেটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল । বিশ্বকাপের আগে এই ছন্দই ধরে রাখতে চাই আমরা । দেশে যে সঙ্কট চলছে , তাতে সবার কাছেই এটা একটা কঠিন সময় । তার মধ্যেও যে কিছু মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি , সেটা ভেবে গর্বিত । গোটা দেশকে এই ট্রফি উৎসর্গ করছি । অনেক দিন ধরে ওরা অপেক্ষা করছিলেন । শুধু তাই নয় ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আর এক খেলোয়াড় হাসারাঙ্গাও খুশি দল জয়ী হওয়ার ফলে । হাসারাঙ্গা বলেন , ‘ আমি যখন ৬০ / ৫ – এ ব্যাট করতে নামি তখন , ভানুকা এবং আমি ১৫০ রান করার পরিকল্পনা করেছিলাম । যা এই উইকেটে একটা ঠিকঠাক রান ছিল । আমি তাকে বলেছিলাম , ব্যাটিংয়ে আমি আমার ভূমিকা পালন করব এবং আমার শট খেলব । প্রথম কয়েক ওভারে বল সুইং হয়েছিল , কিন্তু আমি যখন ব্যাটিং করেছিলাম তখন উইকেট সত্যিই ভাল হয়ে গিয়েছিল । কিন্তু তাও দিনের শেষে একটা ইতিবাচক পারফরম্যান্স করতে পেরে খুশি আমিশ্রীলঙ্কা জয়ের পর জাতীয় দলের অধিনায়ক মনে করছেন , এই জয় তাদেরকে অন্য উচ্চতায় তুলে দেবে । দাসুন শানাকা বলেছেন , ‘ দুই – তিন বছর আগেও আমরা ভাল ক্রিকেট খেলছিলাম । কিন্তু জিততে পারছিলাম না । মনে হয় , এ বার আমাদের দেশের ক্রিকেট ঘুরে দাঁড়াবে । আগামী পাঁচ-ছ’বছর চিন্তা করার কোনও কারণ নেই।’

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.