ইংল্যান্ডের বিরুদ্ধে প্রোটিয়াদের পরাজয়ে ভারতের পথ কিছুটা সুগম
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে গত সোমবার দক্ষিণ আফ্রিকার হারে ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে জয়ের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । ওভালের তৃতীয় টেস্টে ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড । এতেই ভারতীয় দলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে । অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে । ২০২৩ সালের টেস্টের সেরা দল হওয়ার লক্ষ্যে দারুণভাবে এগোচ্ছে ক্যাঙারু বাহিনী । আর তারা যে এই শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট সেটাও কিন্তু ইতিমধ্যেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ জানিয়ে দিয়েছেন । শুধু তাই নয় , ফাইনালে যে প্যাট কামিন্সদের খেলতে দেখতে পাওয়া যাবেই সেটা কিন্তু ইতিমধ্যেই অনেকে ভবিষ্যদ্বাণী করেছেন । অজিরা ছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে আরও ছয়টি টিম । গতবারের রানার্স টিম ভারত আগামী বছর টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনাল খেলার আদৌ সুযোগ পাবে কিনা তা এখনই বলার মতো জায়গায় নেই । তবে রোহিত শর্মাদের হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে ।
এর মধ্যে পয়েন্ট তালিকায় বড় হেরফের হতেই পারে বলে মত বিশেষজ্ঞমহলের । ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা হেরে ভারতের ফাইনালে যাওয়ার পথ কিছুটা হলেও প্রশস্ত হয়েছে । প্রোটিয়াদের হারে ভারত এই মুহূর্তে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের টেবিলে তালিকার চার নম্বরে রয়েছে । রোহিত শর্মাদের এখন টেস্ট জয়ের হার ৫২.০৮ শতাংশ । এখন বাংলাদেশ ( দুই ম্যাচের টেস্ট সিরিজ , অ্যাওয়ে ) ও অস্ট্রেলিয়া ( চার ম্যাচের টেস্ট সিরিজ , হোম ) -র বিরুদ্ধে মোট ছয়টি টেস্ট খেলবে ভারত । সেখানে ভাল ফলই কিন্তু এই টুর্নামেন্টে ভারতকে ফাইনালে তুলে দিতে পারে । বছরের শেষদিকে বাংলাদেশ সফরে রোহিতদের ভালো পারফরম্যান্স এবং বর্ডার গাভাসকর সিরিজের ইতিবাচক ফলাফল ভারতীয় দলের ফাইনালে যাওয়ার পথ খুলে দেবে বলে ক্রিকেট বোদ্ধারা জানিয়েছেন । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের রেকর্ড কিন্তু অনবদ্য । বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দলকেই লাল বলের ফর্ম্যাটে হারাতে পারলে পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল থেকে ভারতকে কেউ রুখতে পারবে না । ২০০৪ সালের পর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি অজিরা । তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য ভারতের বিরুদ্ধে হার এড়ানোর চেষ্টা করবেন প্যাট কামিন্সরা । অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দশটি টেস্ট খেলে ছয়টিতে জয় ছিনিয়ে নিয়েছে । পয়েন্ট টেবিলে শীর্ষস্থানাধিকারী অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ ৭০ । প্যাট কামিন্সদের পয়েন্ট ৮৪। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা । তাদের জয়ের হার ৬০ শতাংশ । প্রোটিয়া দলের পয়েন্ট ৭২। তৃতীয়স্থানে বিরাজ করছে শ্রীলঙ্কা । তারা ১০ টি লাল বলের ক্রিকেট ম্যাচে পাঁচটিতে জয় , চার ম্যাচে হার ও একটিতে ড্র করেছে । ভারতের এই প্রতিবেশী দেশের জয়ের শতকরা হার ৫৩.৩৩ । চতুর্থ স্থানে থাকা ভারত খেলেছে ১২ টি টেস্ট । তার মধ্যে রোহিত শর্মারা ৬ টিতে জয় , ৪ টি টেস্টে হার ও দুটিতে ড্র করেছে । রোহিত শর্মাদের জয়ের হার ৫২.০৮ শতাংশ এবং পয়েন্ট ৭৫ ।