শত্রুরূপী মানুষকে ‘বলি’ দিয়ে আজও পুজো হয় দেবী অপরাজিতার

 শত্রুরূপী মানুষকে ‘বলি’ দিয়ে আজও পুজো হয় দেবী অপরাজিতার
এই খবর শেয়ার করুন (Share this news)

রাত জেগে রঙ করে চলছিলেন বৃদ্ধ শিল্পী । মাঝরাতে চারিদিক যখন নিঝুম , ঝিঝি পোকার ডাক , তখনও তিনি একাই জেগে এক হাতে তুলি ও অন্য হাতে বাতি ধরে দেবীর রঙ করে চলেন । বয়সের ভারে শরীর ভেঙেছে । চোখের জ্যোতিও কমেছে । তবু এক মনে রঙ করছিলেন । ভোরের নরম আলো এসে পড়ল দেবীর শরীরে । ক্লান্ত চোখে প্রতিমার দিকে ভালো করে তাকিয়ে চমকে ওঠেন বৃদ্ধ । এ কী ! দেবীর গায়ে যে অপরাজিতা রঙ । চিন্তায় পড়ে গেলেন বৃদ্ধ শিল্পী। এদিকে আশেপাশে মুহূর্তে খবর ছড়িয়ে গেল । পরিবারের লোকরা ও গ্রামের লোকরা এসে মুষড়ে পড়লেন । এই সময় মুশকিল আসানের মতো হঠাৎই এলেন বাড়ির কর্তা । জানালেন , চিন্তা করার কিছু নেই । রাতেই দেবী তাঁকে স্বপ্নে আদেশ দিয়েছেন , যেন অপরাজিতা রঙেই দেবীর পুজো করা হয় । সেই থেকেই কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় পরিবারে অপরাজিতা রঙে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। কৃষ্ণনগরের বাসিন্দাদের কাছে তিনি আজ আদরের ‘ নীল দুর্গা ‘ বা ‘ অপরাজিতা ‘ নামে পরিচিত । চট্টোপাধ্যায় পরিবারের দাবি , প্রায় ৩০০ বছর আগে অধুনা বাংলাদেশের বরিশাল জেলার বামরাইল গ্রামে এই পুজো শুরু হয় । তাদেরই এক পূর্বপুরুষ তন্ত্রসাধক এই পুজোর প্রচলন করেন । দেশ ভাগের পর চট্টোপাধ্যায় পরিবার চলে আসেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে । নাজিরা পাড়ায় তাঁরা স্থায়ী ভাবে বসবাস শুরু করেন । ১৯৪৭ সাল থেকে এখানেই শুরু হয় , অপরাজিতার পুজো । তবে ১৯৯৮ সালে পুজোর নানান আচার ঘিরে মত পার্থক্যর জেরে শরিকি বিবাদ তৈরি হয় । সেবছর থেকেই আলাদা আলাদা করে শুরু হয় ‘ নীল দুর্গা’র পুজো । তবে পুজোর আচার থেকে শুরু করে নানা মাঙ্গলিক অনুষ্ঠান সব কিছু এক রকম থাকলেও নতুন পুজোয় বাদ দেওয়া হয়েছে পশু বলি ও কুমারী পুজো । পরিবারের লোকদের কথায় , বাংলাদেশে যখন পুজো হতো তখন মোষ বলি দেওয়া হত। কিন্তু ১৯৯৮ সালের প্রথম থেকেই পুজোয় সতীশচন্দ্ৰ চট্টোপাধ্যায়ের শাখার সদস্যরা যে পুজো শুরু করলেন , সেই পুজোয় কুমারী পুজো বন্ধ করে দেওয়া হয় । আর ৭ বছর আগে বন্ধ করে দেওয়া হয় পশু বলিও । তবে চিন্তাহরণ চট্টোপাধ্যায় পরিবারের সদস্যদের বাড়িতে এখনও কুমারী পুজো ও পশু বলির প্রচলন আছে । শুধু দেবীর গায়ের রঙই নয় , নানা মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো আলাদা করে নজর কাড়ে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.