দূর্গোৎসব উপলক্ষে সরকারি ছুটি আগামী ২রা অক্টোবর থেকে ১০ অক্টোবর!
আসন্ন দূর্গোৎসব উপলক্ষে আগামী ২রা অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যান্য বছর শারদীয়া উপলক্ষে ৪ দিন ছুটি দেওয়া হত। কিন্তু এবছর সমস্ত সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে সকলের সুবিধার্থে দূর্গাপুজোর চারদিন সহ অতিরিক্ত আরও পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এমনটাই জানিয়েছেন শ্রী চৌধুরী।