ভারত আরও পিছিয়ে পড়েছে!
রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন রিপোর্ট , ২০২১ প্রকাশিত হয়েছে । রিপোর্টে মানব উন্নয়ন সূচকের ( এইচডিআই ) নিরিখে বিশ্বের দেশগুলির মানুষের আর্থিক অবস্থার চালচিত্র পেশ করা হয়েছে । মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে ১৯১ টি দেশের যে ক্রমতালিকা তৈরি করা হয়েছে তাতে ভারত রয়েছে ১৩২ তম স্থানে । ২০২০ সালের ক্রমতালিকায় ভারতের যে স্থান ছিল তার থেকে আরও দুই ধাপ নীচে নেমে গেছে এবং ২০১৯ – এর তালিকার অবস্থানের চাইতে এক ধাপ পিছিয়ে পড়েছে ভারত । মানব উন্নয়নের সূচকে ভারতে যে পিছিয়ে পড়ছে তাতে স্পষ্ট যে ভারতবাসীর জীবন যাত্রার মানের ক্রম অবনতি ঘটছে । দেশের মানুষের উন্নতি নিয়ে মোদি সরকার যে ঢাকঢোল পিটাচ্ছে তা যে আসলে ধোঁকা ছাড়া কিছুই নয় তা আবারও রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে স্পষ্ট হয়ে উঠেছে । এবারের রিপোর্টে দেশওয়াড়ি যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে তাতে ভারতের স্থান পড়শি দেশ চিন , বাংলাদেশ , ভুটান ও আর্থিক সংকটে হাবুডুবু খাওয়া শ্রীলঙ্কার চেয়েও নীচে । ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই মানব উন্নয়ন রিপোর্ট প্রতি বছর প্রকাশ করে । মানব উন্নয়ন পরিমাপ করতে মানব উন্নয়ন সূচক দেশভিত্তিক নির্ণয় করা হয় । ভারতের ক্ষেত্রে এবছর এ সূচকের মান হলো ০.৬৩৩ । ২০১৯ সালে এই মান ছিল ০.৬৪৫ । সূচকের মান শূন্য থেকে একের মধ্যে হয় । যে দেশের সূচকের মান এক এর কাছাকাছি হয় তাদেরকে উন্নত জীবনযাত্রার মানের দেশ হিসাবে গণ্য করা হয় । আর যে দেশগুলির সূচকের মান শূন্যের খুব কাছে থাকে তাদেরকে নিম্নমানের দেশ হিসাবে ধরা হয় । এদিক থেকে ভারত মাঝারি মানের দেশগুলির সারিতে রয়েছে । মানব উন্নয়ন সূচকের মান করতে সাধারণত চারটি বিষয়কে হিসাবের মধ্যে আনা হয় । এগুলি হলো- গড় প্রত্যাশিত মাথাপিছু জাতীয় আয় , প্রতিষ্ঠানিক শিক্ষার গড় মেয়াদ ও প্রাতিষ্ঠানিক মেয়াদ । এই চারটি বিষয়ের যে কোনও একটির বাড়া কমার উপর সূচকের মানের বৃদ্ধি -হ্রাস সম্পর্কিত । ভারতে ইদানিংকালে সম্ভাব্য গড় আয়ু কমেছে এবং অন্য বিষয়গুলির উন্নতি না হওয়ায় এবছর সূচকের মানের এই অবনমন হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে । ২০২০ সালে ভারতবাসীর প্রত্যাশিত গড় আয়ু ৭০.১ বছর । ২০২১ সালে সেটা নেমে এসেছে ৬৭.২ বছরে । করোনা অতিমারির ধাক্কায় দেশের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ায় মানুষের প্রত্যাশিত জীবনকাল কমে গেছে । এছাড়াও জীবন ও জীবিকায় মারাত্বক সংকট নেমে এসেছে । দেশের অর্থনৈতিক দুর্গতি বাড়ায় উন্নয়নের দৌঁড়ে পিছিয়ে পড়ছে ভারত । রিপোর্টে দেখা গেছে , এবছর বিশ্বের প্রায় সকল দেশেরই গড় আয়ু কমেছে । ২০১৯ সালে বিশ্বে মানুষের গড় সম্ভাব্য আয়ু যেখানে ছিল ৭২.৮ বছর । ২০২১ সালে সেটা কমে হয়েছে ৭১.৪ বছর । এই কারণে অনেক দেশেরই মানব উন্নয়ন সূচক কমেছে । রিপোর্টে আয়ুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে , ১৯৯০ সাল পর্যন্ত ভারতের ক্ষেত্রে এই সূচকের মান ক্রমান্বয়ে বেড়েছে এবং তা বিশ্বের গড় উন্নতির চাইতে দ্রুত হারে বেড়েছে । সে সময়কার কেন্দ্রীয় সরকারের শিক্ষা , স্বাস্থ্য ও বিনিয়োগ সংক্রান্ত নীতি সমূহ মানব উন্নয়ন সূচকের বৃদ্ধিকে সাহায্য করেছিল । কিন্তু বিগত দশকে ভারতে দারিদ্র মানুষের সংখ্যা এসে ঠেকেছে ২৭১ মিলিয়নে । এই বিরাট সংখ্যক দরিদ্র মানুষের চাপে উন্নয়নের মাপদণ্ডে অনেকটা পিছিয়ে পড়ছে ভারত ।