সরকারকে ৫০ হাজার জরিমানা

 সরকারকে ৫০ হাজার জরিমানা
এই খবর শেয়ার করুন (Share this news)

দীর্ঘ ৩৭ বছর ধরে একের পর এক মামলা চালিয়েও স্বস্তিতে নেই জমির প্রকৃত মালিক জনৈকা মিলন রাণী পাল ও অন্যান্য ওয়ারিশানগণ । প্রায় সোয়া ছয় গণ্ডা জায়গা নিয়ে এয়ারপোর্ট থানা দখল ছাড়তে নারাজ হওয়ায় একের পর এক মামলার উত্থান । শেষে মাননীয় ত্রিপুরা হাইকোর্টের এক কড়া নির্দেশে এবং সদর দেওয়ানি আদালতের ( জুনিয়র ডিভিশন ) এক আদেশ মোতাবেক গত ৫ সেপ্টেম্বর মামলার প্রকৃত মালিকদের প্রায় সোয়া ছয় গণ্ডা জায়গার দখল দেওয়ার জন্য এয়ারপোর্ট থানায় আদালত নিযুক্ত কর্মীরা কাজ শুরু করতে গেলে পর থানা চত্বরে তুমুল বাধার মুখে পড়ে । স্থানীয় কিছু স্বঘোষিত নেতা ও লোকজন থানার অফিসারদের সামনে আদালতের কাজে বাধা দেয়।সেই সময় থনার অফিসাররা আদালতের কাজ এগিয়ে নিয়ে যেতে কোনওরকম সহায়তা করেনি । পরে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট ছবি সহ আদালতে জমা দেওয়া হয় । এ ব্যাপারে আদালতে শুনানি চলছে । এদিকে , থানা রাজ্য সরকার মাননীয় ত্রিপুরা হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করে বিগত ১৯ / ৪ / ২০২১ – এর অর্ডার পুনর্বিবেচনার জন্য । প্রসঙ্গত ওই তারিখেই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট তার এক কড়া নির্দেশে মামলাকারীদের জমির দখল দেওয়ার নিমিত্তে সদর দেওয়ানি আদালতকে ( জুনিয়র ডিভিশন ) প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছিল ।এই আদেশের পরিপ্রেক্ষিতে আদালত নিযুক্ত কর্মীরা থানার অফিসারদের চূড়ান্ত অসহযোগিতা ও স্থানীয় কিছু স্বঘোষিত নেতা ও লোকজনদের প্রবল বাধার মুখে পড়ে আদালতের আদেশ কার্যকর করতে পারেনি । বৃহস্পতিবার রাজ্য সরকারের ওই রিভিউ পিটিশনের উপর শুনানি হয় । হাইকোর্ট রাজ্য সরকারের বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং এই রিভিউ পিটিশনটি আদালতের সময়ের অপচয় বলে আদেশে উল্লেখ করে । এ ব্যাপারে রাজ্য সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করলো মাননীয় ত্রিপুরা হাইকোর্ট । পাশাপাশি হাইকোর্ট রাজ্য সরকারকে সতর্ক করে দেয় আদালতের রায় কার্যকর করার ক্ষেত্রে সহায়তা না করা আইনের অপব্যবহার । গোটা এই মামলাটি পরিচালনা করছেন আইনজীবী হিল্লোল লস্কর সুদীপ্তশেখর দেবনাথ ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.