ত্রিপুরার ঘরে তিনটি পদক
বিহারের পাটনায় অনুষ্ঠিত ৩৩ তম পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্যসহ মোট চারটি পদক জিতলো ত্রিপুরা । পদক তালিকায় একটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে । মহিলাদের ৪ × ৪০০ মিটার রিলেতে রৌপ্য পদক পেয়েছে ত্রিপুরা । অপরদিকে পুরুষদের ৪ × ৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছে ত্রিপুরা । পুরুষদের রিলের ইভেন্টটিতে ছিলেন কুশ কুমার দত্ত , শুভঙ্কর দে , গৌরব দেবনাথ ও অনিকেত শীল । অপরদিকে মহিলাদের রিলে ইভেন্টটিতে ছিলেন অনুচিতা সরকার , শাহনাজ আক্তার , দীপশিখা সূত্রধর ও পুরবী দাস । অন্যদিকে , অনূর্ধ্ব ১৪ বয়স গ্রুপে ছেলেদের বিভাগে জেভলিন থ্রো ইভেন্টটিতে ব্রোঞ্জ পদক জিতেছে আকাশ সরকার । , অপরদিকে অনূর্ধ্ব ১৩ বয়স গ্রুপে মেয়েদের বিভাগে ৮০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতেছে স্মৃতি দাস । উল্লেখ্য , গত ১০-১৪ সেপ্টেম্বর পাটনায় অনুষ্ঠিত হয়েছে পূর্বাঞ্চলীয় জুনিয়র অ্যাথলেটিক্সের এই আসর । পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা হয়েছে । সচিব রূপক দেবরায়ের ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন এই আসরটিতে ৭১ জনের টিম পাঠিয়েছিল । যার মধ্যে ৬৮ জন অ্যাথলিট ছিল । তিনজন অফিসিয়াল । বাইরে টিম পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছিল ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেবরায় । পদক জয়ী সহ টিমের সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ।