মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি প্রকাশিত

 মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি প্রকাশিত
এই খবর শেয়ার করুন (Share this news)

এই প্রথমবার আয়োজিত হতে চলেছে আইসিসি অনূর্ধ্ব -১৯ মহিলা টি ২০ বিশ্বকাপ । কবে কোথায় বসবে টুর্নামেন্টের উদ্বোধনী আসর , তা নির্ধারিত হয়েছে আগেই । এবার প্রকাশিত হল টুর্নামেন্টের সূচি । মহিলাদের অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে চলেছে এবার । ২০২৩ সালের ১৪ জানুয়ারি শুরু হবে উদ্বোধনী অনূর্ধ্ব -১৯ মহিলা টি -২০ বিশ্বকাপ । চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত । ১৫ দিনে মোট ৪১ টি ম্যাচ খেলবে দলগুলি । গ্রুপ লিগে প্রতিদিন চারটি করে দল মাঠে নামবে । উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ । দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পোচেসস্ট্রমে বসবে অনূর্ধ্ব -১৯ মহিলা টি -২০ বিশ্বকাপের আসর । ২০২০ সালে এই দুটি শহরেই আয়োজিত হয় অনূর্ধ্ব -১৯ ছেলেদের বিশ্বকাপ। মোট ১৬ টি দল অংশ নেবে মেগা আসরে । আইসিসি – র ১১ টি পূর্ণ সদস্য দলের সঙ্গে ৫ টি সহযোগী দল মাঠে নামবে । আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়া বিশ্বকাপে অংশ নেবে অস্ট্রেলিয়া , বাংলাদেশ , শ্রীলঙ্কা , আমেরিকা , ইংল্যান্ড , পাকিস্তান , জিম্বাবোয়ে , রোয়ান্ডা , আয়ারল্যান্ড , ইন্দোনেশিয়া , নিউজিল্যান্ড , ওয়েস্ট ইন্ডিজ , ভারত , আমিরশাহি ও স্কটল্যান্ড । ১৬ টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে । প্রতিটি গ্রুপের ৩ টি করে দল সুপার সিক্স রাউন্ডের যোগ্যতা অর্জন করবে । সুপার সিক্স রাউন্ড হবে দুটি পৃথক গ্রুপে । এ – গ্রুপের দলগুলি মাঠে নামবে ডি – গ্রুপের দলগুলির বিরুদ্ধে । ভারত – পাক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কমই । দুটি দল পৃথক গ্রুপে রয়েছে। সুপার সিক্সেও দেখা হবে না , একমাত্ৰ নকআউট পর্বেই দেখা হতে পারে দুই দলের । বি – গ্রুপের দলগুলি খেলতে নামবে সি – গ্রুপের দলগুলির বিরুদ্ধে । সুপার সিক্সের বিভাগে ২ টি গ্রুপের ২ টি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে । তারপর হবে ফাইনাল ম্যাচ । দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পোচেস্ট্রমে বসবে অনূর্ধ্ব -১৯ মহিলা টি -২০ বিশ্বকাপের আসর । ২০২০ সালে এই দু’টি শহরেই আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব -১৯ ছেলেদের বিশ্বকাপ । টুর্নামেন্টে ভারত রয়েছে ডি গ্রুপে । পাকিস্তান রয়েছে বি – গ্রুপে সুতরাং গ্রুপ লিগে দু’দলের লড়াই দেখা যাবে না । সুপার সিক্সে ডি গ্রুপের সঙ্গে বি – গ্রুপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই । তাই সুপার সিক্স পর্যায়েও ভারত – পাক লড়াই দেখা যাবে না । সুতরাং , দু’দল সেমিফাইনালে উঠলে এবং সুপার সিক্সে কোনও একদল এক নম্বরে এবং অপর দল দু’নম্বরে থাকলে তবেই ভারত – পাকিস্তান ম্যাচ দেখা যেতে পারে অনূর্ধ্ব -১৯ মহিলা টি ২০ বিশ্বকাপে । তা নাহলে যদি উভয় দল ফাইনালে ওঠে , সেক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারে ভারত ও পাকিস্তান ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.