এবারও পুজোয় মিলবে না অতিরিক্ত চিনি
এবারও দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো উপলক্ষে সরকারী ন্যায্যমূল্যের দোকানে অতিরিক্ত চিনি দেওয়া হবে না । গত কয়েক বছর ধরেই পুজো উপলক্ষে সরকারী ন্যায্যমূল্যের দোকানে ভোক্তাদের আগের মতো অতিরিক্ত চিনি দেওয়া হচ্ছে না । প্রসঙ্গত , সপ্তম বামফ্রন্ট সরকারের শেষ দিকেই পুজোর অতিরিক্ত চিনি সরকারী ন্যায্যমূল্যের দোকানে দেওয়া বন্ধ হয়ে যায় । সে সঙ্গে তখন সরকারী ন্যায্যমূল্যের দোকানেও ভোক্তার মাসের বরাদ্দ চিনি দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল । বর্তমান বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর সরকারী ন্যায্যমূল্যের দোকানে পুনরায় চিনি দেওয়া চালু হয় । প্রতি মাসে কার্ডপিছু এক কিলোগ্রাম করে চিনি দেওয়া হয় । কিন্তু বিগত বামফ্রন্ট সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া সরকারী ন্যায্যমূল্যের দোকানে নতুন সরকার পুনরায় চিনি চালু করলেও পুজোর বিশেষ চিনি দেওয়া পুনরায় আর চালু হয়নি । ভোক্তাদের দাবি পুজোয় বিশেষ চিনি পুনরায় চালু করা হোক সরকারী ন্যায্যমূল্যের দোকানে । এদিকে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে , এবারও পুজো উপলক্ষে এপিএল , বিপিএল সহ সব ধরনের ভোক্তাদের কার্ডপিছু ২ কিলো করে ময়দা দেওয়া হবে । প্রতি কিলোর মূল্য ১৩ টাকা করে । তবে শুধুমাত্র বিপিএল , অন্ত্যোদয় , প্রায়োরিটি গ্রুপের ভোক্তাদের পুজো উপলক্ষে কার্ডপিছু ৫০০ গ্রাম করে সুজি দেওয়া হবে । ৫০০ গ্রাম সুজির মূল্য ধার্য হয়েছে ৬ টাকা ৫০ পয়সা বলেও খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে । আগামী সোমবার থেকে পুজোর বিশেষ ময়দা ও সুজি সরকারী ন্যায্যমূল্যের দোকানে দেওয়া শুরু হবে ।