সাধারণ মাথা ধরা বা কারণ ছাড়া অতিরিক্ত ঘাম হতে পারে বিপর্যয়ের পূর্বাভাস

 সাধারণ মাথা ধরা বা কারণ ছাড়া অতিরিক্ত ঘাম হতে পারে বিপর্যয়ের পূর্বাভাস
এই খবর শেয়ার করুন (Share this news)

আপনারও কি কোনও কারণ ছাড়াই নিজেকে মাঝে মধ্যে খুব ক্লান্ত বলে মনে হয় ? সাধারণ মাথা ধরা / মাথা ব্যথা বা মাথা ঘোরাতে আপনিও কি পেটে গ্যাস হয়েছে বলেই ধরে নেন ? সাধারণ সিঁড়ি দিয়ে ওঠা – নামা করলে বা অল্প পরিশ্রমে আপনিও কি হাঁপিয়ে যান ? আপনার রক্তের সান্দ্রতা ( Blood Viscosity ) বেড়ে যায়নি তো ? পরামর্শ নিন বিশেষজ্ঞের । লিখছেন ডা . সায়ন দাস ।” রক্তের সান্দ্রতা বেড়ে যাওয়ার পিছনে কারণ হিসাবে জিনগত ও সার্বিক পুষ্টির অপূর্ণতা ছাড়াও রয়েছে ; কোলেস্টেরল , টাইগ্লিসারইড , ট্রান্স ফ্যাট ও গ্লুকোজ – এর উচ্চ মাত্রা । যার ফলে প্রাথমিক ভাবে ক্লান্তি , ঘুম – ঘুম ভাব , অবসাদ , কারণ ছাড়া অতিরিক্ত ঘাম , চামড়ার উপরি ভাগে লাল আভা , সামান্য পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলেও ; পরবর্তীকালে অন্ত্রের টিস্যুর মৃত্যু , শিরা বা ধমনীর মধ্যে রক্তের জমাট বাঁধা থেকে শুরু করে , অস্বাভাবিক রক্তপাত , খিঁচুনি , কিডনির ক্ষতি , গর্ভবস্থায় জটিলতা , দৃষ্টিশক্তির সমস্যা , ব্রেন স্টোক , হার্ট অ্যাটাক – এর মতো জটিল ও কঠিন অবস্থার সৃষ্টি হতে পারে । তাই আপনিও যদি এই ধরনের কিছু উপসর্গের সম্মুখীন হন এবং যদি চান ভবিষ্যতে প্রদত্ত কোনও জটিল অবস্থার সম্মুখীন না হতে , তাহলে যত শীঘ্র সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন । আসুন দেখে নেওয়া যাক কীভাবে প্রাকৃতিক উপায়ে রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণে রাখা যায় – ১. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান ২. বাজারজাত ফার্স্ট ফুড – এ প্রচুর পরিমাণ ট্রান্স ফ্যাট থাকে । তাই বাজারজাত ফার্স্ট ফুড এড়িয়ে চলুন । ৩. প্রত্যহ সুষম আহার গ্রহণ করুন । ৪. হলুদ এবং আদাতে থাকা কাকুমিন ( Curcumin ) নামক যৌগের ‘ Blood – thinning ‘ ধর্ম থাকায় সঠিক মাত্রায় হলুদ বা আদা সেবন করলে রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ থাকে । ২০১২ সালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায় ; হলুদ – এ আছে ‘ Long lasting anticoagulant effect ‘ যা ‘ Thrombosis’- এর থেকে আমাদের দূরে রাখে । 5. Strawberry , Blueberry , Cranberry , Orange , Grapes এর মতো Salicylates সমৃদ্ধ ফল এবং Cayenne pepper , Paprika , Cinnamon , Oregano -এর মতো Salicylates সমৃদ্ধ হার্বস ; রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে । ৬. Canola oil , Flax seed oil , Walnuts এবং Pumpkin seeds- এ প্রচুর পরিমাণ ‘ ওমেগা – থ্রি ‘ থাকে , যা রক্তের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রেখে রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণে রাখে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.