একসাথে তিন নাবালিকা নিখোঁজ ঘিরে চাঞ্চল্য!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আমবাসা।। একসাথে একই পাড়া থেকে তিনজন নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরেনি তারা। ঘটনা কুলাই উত্তর লালছড়ি এলাকায়। গতকাল ২৩ সেপ্টেম্বর বাড়ী থেকে উত্তরনালীছড়া হাই স্কুলে যায় নবম শ্রেণির তিন ছাত্রী। কিন্তু স্কুল ছুটি হয়ে গেলেও কেউ আর বাড়ি ফিরে আসেনি। নবম শ্রেণির তিন ছাত্রী হলো মোশানো মগ,পেনাফ্রু মগ,নেচুং মগ।
২৩ সেপ্টেম্বর বেলা ১০ টায় বাড়ি থেকে ওই তিন ছাত্রী স্কুলে যায়। স্কুলের মাঠে তাদেরকে অনেকেই ঘোরাঘুরি করতে দেখেছে। কিন্তু ওরা ক্লাসরুমে যায়নি বলে জানা গেছে। স্কুল থেকে বিকেলে ঘড়ে ফিরে না আসায় পরিবারের লোকজন স্কুলে গিয়ে খুঁজাখুঁজি করলে জানতে পারে তারা স্কুলেই আসেনি। বাড়ির লোকরা তিন নাবালিকাকে বহু জায়গায় খোঁজাখুঁজি করার পর সন্ধ্যায় আমবাসা থানার দ্বারস্থ হয় এবং মিসিং ডায়েরি করে। মিসিং ডায়েরি হাতে পেয়েই আমবাসা থানার পুলিশ তদন্তে নেমেছে। তিন ছাত্রীর নিখোঁজ হওয়ার খবরে কুলাই এলাকাসহ লালছড়ি এবং উত্তরা নালীছড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।