১০,৩২৩ এর বিধানসভা অভিযান ২৬শে
আগামী ২৬ সেপ্টেম্বর বিধানসভা অভিযানের ডাক দিল ১০,৩২৩ শিক্ষক ও শিক্ষিকারা । বিকল্প সরকারী চাকরি এবং সর্বোচ্চ আদালতের আরটিআই কার্যকরের দাবিতে এই অভিযান শুরু হবে । শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিজয় কৃষ্ণ সাহা , ডালিয়া দাস , কমল দেব , অজয় দেববর্মা জানান , এদিন সকাল ১০ টায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রথমে জমায়েত সভা হবে । এরপর বিধানসভার উদ্দেশে মিছিল শুরু হবে। এ লক্ষ্যে সারা রাজ্যের ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকার অনুরোধ করা